রেলে মদত দেবে ফ্রান্স, সাহায্য ভারতেও

স্টেশন-সহ রেলের অধীন বিস্তীর্ণ এলাকায় পরিচ্ছন্নতা ও দূষণ রুখতে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে হাত মিলিয়েছে ভারতীয় রেল। এ বার রেল-প্রযুক্তি ও পরিকাঠামো উন্নয়নের জন্য রেল মন্ত্রক হাত মেলাল ফ্রান্সের সঙ্গে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ০৪:০৭
Share:

স্টেশন-সহ রেলের অধীন বিস্তীর্ণ এলাকায় পরিচ্ছন্নতা ও দূষণ রুখতে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে হাত মিলিয়েছে ভারতীয় রেল। এ বার রেল-প্রযুক্তি ও পরিকাঠামো উন্নয়নের জন্য রেল মন্ত্রক হাত মেলাল ফ্রান্সের সঙ্গে।

Advertisement

ফ্রান্সের পরিবহণ, সমুদ্র ও মৎস্য দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অ্যালেল ভিদালির সঙ্গে সম্প্রতি এ ব্যাপারে বৈঠক হয়েছে রেলমন্ত্রী সুরেশ প্রভুর। সেই বৈঠকে ছিলেন দু’‌দেশের রেল-প্রতিনিধিরাও। রেল বোর্ড সূত্রের খবর, এমনিতেই ২০১৩ সালের চুক্তি অনুযায়ী দু’‌দেশই রেল উন্নয়নের জন্য অঙ্গীকারবদ্ধ। এ বারের বৈঠকে ফের সেই বিষয়েই আলোচনা হয়েছে। ভারতে ৬৬ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ রেললাইন রয়েছে। রয়েছে সাত হাজার স্টেশন। ফ্রান্সে রয়েছে ৩০ হাজার কিলোমিটার দীর্ঘ রেললাইন, তার মধ্যে দু’হাজার কিলোমিটার অতি দ্রুত গতির লাইন। এবং রয়েছে তিন হাজার স্টেশন।

মূলত দ্রুত গতির ট্রেন চালানো, পরিকাঠামোর প্রযুক্তিগত উন্নয়ন, স্টেশনগুলোর সার্বিক উন্নয়ন, লোকাল ট্রেন এবং যাত্রী-সুরক্ষার ক্ষেত্রেই আদানপ্রদান চলবে দু’‌দেশের মধ্যে। দু’‌দেশের মধ্যে সহযোগিতা এবং প্রযুক্তির আদানপ্রদানে যাত্রী-স্বাচ্ছন্দ্যে অনেকটা সুফল মিলবে বলে আশা করছেন দু’‌পক্ষের রেলকর্তারা।

Advertisement

রেল সূত্রের খবর, সাম্প্রতিক বৈঠকে ঠিক হয়েছে, দিল্লি থেকে চণ্ডীগড় পর্যন্ত ২৪৪ কিলোমিটার রেললাইনে কী ভাবে আরও দ্রুত গতির ট্রেন চালানো যায়, সেই ব্যাপারে দু’‌দেশের প্রযুক্তিবিদেরা সমীক্ষা চালাবেন।

আরও পড়ুন: জবাব দেবই, বার্তা নরেন্দ্র মোদীর

সমীক্ষা শেষ করে রিপোর্ট দেওয়া হবে সেপ্টেম্বরে। এ ব্যাপারে দু’‌দেশের সরকারি সংস্থার সঙ্গে সঙ্গে বেসরকারি সংস্থাগুলিরও সাহায্য নেবে রেল মন্ত্রক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন