Tamil Nadu

ট্রেনে বিনা টিকিটে এক হাজার যাত্রী! তবু ধরল না চেকার

বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ট্রেন ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত টিকিট কাউন্টারে কেউ ছিলেন না। ফলে বেশ কিছু ক্ষণ অপেক্ষার পর বিনা টিকিটে ট্রেনে চড়তে বাধ্য হন প্রায় এক হাজার যাত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

মাদুরাই শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ১১:১৯
Share:

—প্রতীকী চিত্র।

টিকিট না কেটেই ট্রেনে ১৬১ কিলোমিটার সফর করলেন প্রায় এক হাজার যাত্রী। সে সব জেনেশুনেও কোনও চেকার তাঁদের বাধা দিলেন না। জরিমানাও করা হল না কোনও যাত্রীর।

Advertisement

বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর রামেশ্বরম স্টেশনে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে রামেশ্বরম স্টেশনে ওই সময় টিকিট কাউন্টারে যাঁর ডিউটিতে থাকার কথা ছিল, তিনি আসেননি। এই সময় রামেশ্বরম থেকে মাদুরাই পর্যন্ত যাত্রীদের চাপ অনেকটাই থাকে। স্টেশনের এক কর্মচারী জানিয়েছেন, রামেশ্বরম-মাদুরাই প্যাসেঞ্জার ট্রেন ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত টিকিট কাউন্টারে কেউ ছিলেন না। ফলে বেশ কিছু ক্ষণ অপেক্ষার পর বিনা টিকিটে ট্রেনে চড়তে বাধ্য হন প্রায় এক হাজার যাত্রী।

আরও পড়ুন:
বিমানবন্দর তৈরি, লাইসেন্স চায় সিকিম

Advertisement

খালি যায় ট্রেন, সেই রুটেই বুলেট

এই বিষয়ে ইতিমধ্যেই মাদুরাইয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে একটি অভিযোগ জমা পড়েছে। তবে রেলমন্ত্রকের তরফে এ ক্ষেত্রে কী পদক্ষেপ করা হবে, তা এখনও জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন