বারাণসীতে ধর্ষিত ফরাসি স্বেচ্ছাসেবী

পুলিশকে ওই বৃদ্ধা জানান, গত কাল রাতে হঠাৎ তাঁর ঘরের দরজায় টোকা পড়ে। দরজা খুলতেই ভিতরে ঢুকে আসে ওম প্রকাশ নামে ওই লজের চৌকিদার। তাঁর অভিযোগ, ঘরে ঢুকেই চড়াও হয়ে তাঁকে মারধর করতে থাকে সে। ফোন করে সাহায্য চাইতে গেলে তাঁর হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ফেলে দেয়।

Advertisement

সংবাদ সংস্থা

বারাণসী শেষ আপডেট: ৩০ জুন ২০১৭ ০৪:০৭
Share:

প্রতীকী ছবি।

জনসভায় তাঁর বক্তব্যে বার বারই উঠে এসেছে মহিলা নিরাপত্তার প্রসঙ্গ। এ বার এক বৃদ্ধা ফরাসী স্বেচ্ছাসেবীকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের কেন্দ্রেই! গতকাল রাতের ঘটনা। বারাণসীর রোহানিয়া এলাকার মাধোপুর গ্রামের একটি লজে থাকছিলেন বছর সত্তরের ফরাসি বৃদ্ধা। গ্রেফতার হয়েছে অভিযুক্ত।

Advertisement

পুলিশকে ওই বৃদ্ধা জানান, গত কাল রাতে হঠাৎ তাঁর ঘরের দরজায় টোকা পড়ে। দরজা খুলতেই ভিতরে ঢুকে আসে ওম প্রকাশ নামে ওই লজের চৌকিদার। তাঁর অভিযোগ, ঘরে ঢুকেই চড়াও হয়ে তাঁকে মারধর করতে থাকে সে। ফোন করে সাহায্য চাইতে গেলে তাঁর হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ফেলে দেয়। এর পরেই ওই চৌকিদার তাঁকে ধর্ষণ করে। চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। খবর পেয়েই লজে ছুটে আসেন পুলিশ। গুরুতর জখম ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা এ দিন জানান, বৃদ্ধার অবস্থা স্থিতিশীল। অভিযোগের ভিত্তিতে এ দিনই রোহানিয়া থানায় এফআইআর দায়ের করেছে পুলিশ। এর পরেই মির্জাপুরের ওই অভিযুক্ত যুবকের খোঁজে নামে পুলিশ। রাতে তাকে গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকারের কাছে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

পুলিশ জানায়, ১৯৭৭ সাল থেকে বারাণসীতে যাতায়াত ছিল ওই ফরাসি মহিলার। গত ১১ মাস ধরে বারাণসীর মাধোপুর গ্রামের ওই লজেই থাকছিলেন তিনি। গরিব মহিলাদের পড়াশোনা শেখানোর সঙ্গে এলাকার প্রতিবন্ধী শিশুদের জন্যেও নানা সমাজসেবামূলক কাজ করতেন। পুলিশ সুপার অমিত কুমার জানান, ফরেন্সিক দল এ দিন ঘটনাস্থল ঘুরে নমুনা সংগ্রহ করেছে। বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে বৃদ্ধার সঙ্গে দেখা করে আসেন বারাণসীর জেলাশাসক যোগেশ্বর রাম মিশ্র এবং পুলিশের সিনিয়র সুপার নিতিন তেওয়ারি।

Advertisement

বুধবার দুই কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশেরই বলরামপুরে। প্রথম ঘটনাটি রানিজোট গ্রামের। ধর্ষণ করা হয়েছে ১৩ বছরের এক দলিত কিশোরীকে। নথাইপুরে ধর্ষিত ১৫ বছরের এক কিশোরী।

ক্ষমতায় আসার পরে সদ্য গত কালই ১০০ দিন পূর্ণ হয়েছে যোগী আদিত্যনাথ সরকারের। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘‘কেন্দ্রে মোদী, উত্তরপ্রদেশে যোগী সরকার মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। শুধু দেশেরই নয়, বিদেশের মানুষও বুঝছে, মোদীর ফানুস ফেটে গিয়েছে।’’ বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর কটাক্ষ, ‘‘রাজ্যে মহিলাদের উপর নিগ্রহ, দলিতদের উপরে অত্যাচার বেড়েছে। সেটাই হলো যোগী সরকারের ১০০ দিনের সাফল্য!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন