National News

বিহারে বাস উল্টে মৃত্যু হয়নি কারও, ভুয়ো খবরের খপ্পরে নীতীশও!

কিন্তু জেলা প্রশাসন সূত্রে সুক্রাবর জানানো হয়, ভুল খবর রটে গিয়েছিল। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়নি এক জনেরও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০১৮ ২০:৩০
Share:

মোতিহারির সেই বাস দুর্ঘটনা। বৃহস্পতিবার।- ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তখন ছিলেন অন্য একটি অনুষ্ঠানে। দুর্ঘটনার খবরটা শুনেই যাঁরা হাজির ছিলেন, তাঁদের সকলকেই দু’ মিনিট মৌন থাকতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী, বাস দুর্ঘটনায় ‘জীবন্ত দগ্ধ’দের স্মরণে। ঘোষণা করে দিয়েছিলেন, মৃতদের পরিবার-পিছু দেওয়া হবে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। তখন খবর ছিল উল্টে গিয়ে আগুন ধরে যাওয়ায় মুজফফরনগর থেকে দিল্লি যাওয়ার পথে একটি বাসে আগুন লেগে যাওযায় ২৭ জন ‘জীবন্ত দগ্ধ’ হয়েছেন। সেই সময় কোটওয়া থানার এসএইচও জানিয়েছিলেন, বাস থেকে ৪ জনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Advertisement

কিন্তু জেলা প্রশাসন সূত্রে সুক্রাবর জানানো হয়, ভুল খবর রটে গিয়েছিল। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়নি এক জনেরও।

ফলে ভুয়ো খবরে বোকা বনে যায় বিহার রাজ্য প্রশাসনও। অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হয় মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement