আবার গণধর্ষণ দিল্লিতে

নির্ভয়া কাণ্ড যেন ফিরে ফিরে আসে রাজধানীতে। চলন্ত গাড়িতে ধর্ষণ করে এ বার ১৮ বছরের কিশোরীকে অভিজাত সিভিল লাইন্স এলাকায় ফেলে গেল দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে অল্প দূরে ফ্ল্যাগ স্টাফ রোডে থাকেন খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

Advertisement
শেষ আপডেট: ০৫ মে ২০১৫ ১৭:৩৩
Share:

নির্ভয়া কাণ্ড যেন ফিরে ফিরে আসে রাজধানীতে। চলন্ত গাড়িতে ধর্ষণ করে এ বার ১৮ বছরের কিশোরীকে অভিজাত সিভিল লাইন্স এলাকায় ফেলে গেল দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে অল্প দূরে ফ্ল্যাগ স্টাফ রোডে থাকেন খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। পুলিশ জানিয়েছে, ওই কিশোরীকে চাকরির লোভ দেখিয়েছিল এক কোম্পানির মালিক ও তার সহযোগী। রবিবার তাঁকে একটি গাড়িতে তুলে মাদক মেশানো ঠান্ডা পানীয় খাওয়ানো হয়। তারপরে চলে গণধর্ষণ। গভীর রাতে সিভিল লাইন্স এলাকায় চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয় কিশোরীকে। আপাতত তাঁর ঠিকানা এলএনজেপি হাসপাতাল। ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement