Adani

সম্পদের শ্রীবৃদ্ধিতে আদানি টেক্কা দিলেন জেফ বেজোস, এলন মাস্ক, মুকেশকেও

গৌতম এখন আট হাজার ১০০ কোটি ডলারের সম্পত্তির অধিকারী। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৬ লক্ষ ১৬ হাজার কোটি টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ২১:০১
Share:

গৌতম আদানি।

ধনসম্পদবৃদ্ধিতে বিশ্বের এক নম্বর ধনকুবেরকেও টেক্কা দিলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। এক বছরে তাঁর সম্পত্তি চার হাজার ৯০০ কোটি ডলার বেড়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় পৌনে চার লক্ষ কোটি টাকার সমান। এক বছরে এত ধনবৃদ্ধি এলন মাস্ক বা জেফ বেজোসেরও হয়নি। যদিও এই মুহূর্তে বিশ্বের সেরা ধনী তালিকায় প্রথম দু’টি নাম এঁদেরই।

Advertisement

আদানি ভারত এবং এশিয়ায় ধনী শিল্পপতিদের মধ্যে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে মুকেশ অম্বানী। আদানি সেই অম্বানীকেও এ ব্যাপারে টেক্কা দিয়েছেন। গত এক বছরে অম্বানীর মোট সম্পদ ২৪ শতাংশ বেড়েছে। তেল, নেটওয়ার্ক পরিষেবা, খুচরো বিক্রেতা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশের সম্পদের মূল্য এখন ১০ হাজার ৩০০ কোটি ডলার। বন্দর এবং বিদ্যুৎ শিল্প সংস্থা আদানি গ্রুপের প্রধান গৌতম মোট সম্পদে অম্বানীকে ছুঁতে না পারলেও গত এক বছরে তাঁর মোট সম্পদ ১৫৩ শতাংশ বেড়েছে।

গৌতম এখন আট হাজার ১০০ কোটি ডলারের সম্পত্তির অধিকারী। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৬ লক্ষ ১৬ হাজার কোটি টাকা। পরিসংখ্যান বলছে গত ১০ বছরে অম্বানীর সম্পত্তি যেখানে ৪০০ শতাংশ বেড়েছে, সেখানে আদানির সম্পত্তি বেড়েছে ১ হাজার ৮৩০ শতাংশ।

Advertisement

গত এক বছরে দেশের ধনীরা আরও কত ধনী হয়েছেন, তার একটি পরিসংখ্যান সামনে এনেছে এক সংস্থা। তাতে দেখা গিয়েছে, গত এক বছরে এইচসিএল সংস্থার শিব নাদারের সম্পত্তি ২ হাজার ৮০০ কোটি ডলার বেড়েছে। সেরাম ইনস্টিটিউটের সাইরাস পুনাওয়ালার সম্পদ বেড়েছে ২ হাজার ৬০০ কোটি ডলার। ইস্পাত শিল্পপতি লক্ষ্মী মিত্তলের সম্পদ বেড়েছে ২ হাজার ৫০০ কোটি ডলার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন