Sanitary Napkin

হস্টেলে রক্ত মাখা স্যানিটারি ন্যাপকিন, ছাত্রীদের শরীর পরীক্ষা করলেন ওয়ার্ডেন

রবিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ড. এইচ.এস গৌর সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে। এর পরই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আর পি তিওয়াড়িকে অভিযোগ জানান ছাত্রীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৮ ১৯:০৭
Share:

প্রতীকী ছবি।

হস্টেলের করিডরে বাথরুমের সামনে পড়েছিল রক্ত মাখা একটি স্যানিটারি ন্যাপকিন। প্রথমে সেটি নজরে আসে সেখানকার এক মহিলা ওয়ার্ডেনের। অভিযোগ, তার পরই তিনি প্রায় ৪০ জন ছাত্রীর শরীর পরীক্ষা করেন।

Advertisement

রবিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ড. এইচ.এস গৌর সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে। এর পরই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আর পি তিওয়াড়িকে অভিযোগ জানান ছাত্রীরা।

ঘটনাটি জানার পরই দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন সহ-উপাচার্য। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘এটা খুবই নিন্দনীয় ঘটনা। সব ছাত্রী আমার মেয়ের মতো। যদি এমন কিছু ঘটে থাকে, তা হলে আমি ক্ষমা চাইছি। এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষ প্রমাণিত হলে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

Advertisement

আরও পড়ুন: ‘আমাদের সকলের গায়ে কমবেশি কালশিটের দাগ!’

তবে যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই মহিলা ওয়ার্ডেন সব অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগ মানতে চাননি হস্টেলের কেয়ারটেকরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement