গোয়া-ধর্ষণ বিচ্ছিন্ন ঘটনা, দাবি মন্ত্রীর

দুই পর্যটক তরুণীকে গণধর্ষণের ঘটনায় মুখ খুললেন গোয়ার পর্যটন মন্ত্রী। ওই ঘটনায় ধৃত পাঁচ যুবক ‘ছেলেমানুষ’ বলে মন্তব্য করে মন্ত্রী দিলীপ পাড়ুলেকর জানান, এটি বিচ্ছিন্ন ঘটনা। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘ওই ছেলেরা ছেলেমানুষ। ওদের বিরুদ্ধে ছোটখাটো চুরির অভিযোগ ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ জুন ২০১৫ ০৩:২৫
Share:

দুই পর্যটক তরুণীকে গণধর্ষণের ঘটনায় মুখ খুললেন গোয়ার পর্যটন মন্ত্রী। ওই ঘটনায় ধৃত পাঁচ যুবক ‘ছেলেমানুষ’ বলে মন্তব্য করে মন্ত্রী দিলীপ পাড়ুলেকর জানান, এটি বিচ্ছিন্ন ঘটনা। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘ওই ছেলেরা ছেলেমানুষ। ওদের বিরুদ্ধে ছোটখাটো চুরির অভিযোগ ছিল। ভবিষ্যতে এমন ঘটবে না।’’ তিনি বলেন, ‘‘গোয়ায় যা হয়েছে, তা দুর্ভাগ্যজনক। যারা ওই মহিলাদের ধর্ষণ করেছে, তাদের চরিত্র ভাল নয়। ওরা একটি হোটেলে কাজ করত। ছোটখাটো চুরির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।’’ সোমবার গোয়ার একটি সৈকতে পুলিশকর্মীর পোশাকে এসে দিল্লির দুই পর্যটক তরুণীকে অপহরণ করে অভিযুুক্তেরা। তাদের যৌন নিগ্রহ করে ওই যুবকেরা। পুলিশের কাছে নির্যাতিতা তরুণীরা জানান, সোমবার রাত থেকেই তাঁদের ধর্ষণ করেছে অভিযুক্তেরা। তাঁদের ট্যাক্সিচালকের কাছে খবর পেয়ে মঙ্গলবার পুলিশ ওই তরুণীদের উদ্ধার করে। গ্রেফতার হয় অভিযুক্তরা। পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানান পাড়ুলেকর। পর্যটকদের জন্য মন্ত্রীর বার্তা, ‘‘গোয়ায় এ রকম ঘটনা ঘটেই থাকে, এমন ধারণা যেন মানুষের মধ্যে তৈরি না হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন