আন্তর্জাতিক বাজারে গত কয়েকদিন ধরেই দাম বাড়ছে সোনার। প্রতীকী ছবি।
রুপোর গয়না যাঁদের পছন্দ তাঁদের জন্য সুখবর। এক ধাক্কায় প্রায় চারশো টাকা দাম কমেছে রুপোর। অন্যদিকে সোনার দাম প্রায় ততটাই বেড়েছে মঙ্গলবার।
আন্তর্জাতিক বাজারে সোনা মহার্ঘ হচ্ছে বলে জানিয়েছিল একটি বেসরকারি সংস্থা। এর মধ্যেই দেশেও সোনার দাম বাড়ল। মঙ্গলবার এক ধাক্কায় সাড়ে চারশো টাকা দাম বেড়েছে সোনার। মঙ্গলবারের দিল্লির বাজার দর অনুযায়ী প্রতি ১০ গ্রাম সোনার দাম গিয়ে ঠেকেছে ৬১ হাজার ৩০০ টাকায়। তবে সোনার দাম বাড়লেও সস্তা হয়েছে রুপো।
মঙ্গলবার যখন সোনার দাম ঊর্ধ্বমুখী, ঠিক তখনই রুপোর দাম পড়েছে অনেকটা। প্রতি কেজি রুপোর দাম হয়েছে ৭৭ হাজার ৪০০ টাকা। যা সোমবারের থেকে ৩৮০ টাকা কম। ফলে দাম কমেছে রুপোর গয়নারও।
আন্তর্জাতিক বাজারে গত কয়েকদিন ধরেই দাম বাড়ছে সোনার। গত ২৪ ঘণ্টায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম ছিল আউন্স প্রতি ২০২৪ মার্কিন ডলার। ভারতে সোমবার সোনালি ধাতুর দাম প্রতি দশ গ্রামে ৬০ হাজার ৮৫০ টাকায় গিয়ে থেমেছিল। মঙ্গলবার অবশ্য একলাফে অনেকটাই বেড়েছে সোনার দাম। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে রুপোর দাম গত কয়েকদিন ধরেই কিছুটা দুর্বল। মঙ্গলবার দেশেও রুপোর দাম অনেকটা কমল।