সরকার বদলি করতেই পারে, বলছেন রূপা

গত সপ্তাহে রূপা অভিযোগ করেন, বেঙ্গালুরুর অগ্রহারা কেন্দ্রীয় জেলে বেআইনি ভাবে অতিরিক্ত সুযোগসুবিধা ভোগ করছেন প্রয়াত জয়ললিতার বান্ধবী শশিকলা নটরাজন

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৭ ০৩:৪৫
Share:

ডি রূপা। ছবি: সংগৃহীত।

শশিকলা নটরাজনের বিরুদ্ধে কারাকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ তুলে গত কালই বদলি হতে হয়েছে কর্নাটকের ডিআইজি ডি রূপাকে। তবে তার পরেও সরকারের বিরুদ্ধে সরাসরি মুখ খুলছেন না তিনি। আজ রূপা বলেছেন, ‘‘সরকার চাইলে বদলি করতেই পারে। সেটা সরকারের অধিকার। আমায় সেই নির্দেশ পালন করতে হবে।’’

Advertisement

গত সপ্তাহে রূপা অভিযোগ করেন, বেঙ্গালুরুর অগ্রহারা কেন্দ্রীয় জেলে বেআইনি ভাবে অতিরিক্ত সুযোগসুবিধা ভোগ করছেন প্রয়াত জয়ললিতার বান্ধবী শশিকলা নটরাজন। কারাকর্তাদের ২ কোটি টাকা ঘুষ দিয়ে জেলে আলাদা রান্নাঘরের ব্যবস্থা করেছেন তিনি। স্ট্যাম্প কেলেঙ্কারিতে জড়িত আব্দুল করিম তেলগির বিরুদ্ধেও জেলে সহবন্দিদের দিয়ে হাত-পা টেপানোর অভিযোগ তোলেন। নিজের উর্ধ্বতন অফিসার সত্যনারায়ণ রাওয়ের দিকেও ছিল অভিযোগের তির। রূপা মুখ খোলার এক সপ্তাহের মধ্যে, গত কালই তাঁকে বদলি করে দেওয়া হয় পথ সুরক্ষা ও ট্র্যাফিকের কমিশনারের পদে। যদিও রূপা বলেছেন, ‘‘আমার রিপোর্টে কোনও ভুল নেই। আমি প্রমাণ দিতে পারি।’’ রূপার বদলির খবরে আজ সকাল থেকেই কর্নাটক বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান বিজেপি নেতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement