National news

তিন তালাক-বহু বিবাহ নিষিদ্ধ হোক, সুপ্রিম কোর্টে বলতে চলেছে কেন্দ্র

তিন তালাকে বিবাহ বিচ্ছেদ নিষিদ্ধ করার দিকেই আপাতত ঝুঁকে থাকল পাল্লা। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান নির্ধানের জন্য গঠিত আন্তঃমন্ত্রক কমিটির সিদ্ধান্ত সে রকমই ইঙ্গিত দিচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৬ ১৯:১১
Share:

—ফাইল চিত্র।

তিন তালাকে বিবাহ বিচ্ছেদ নিষিদ্ধ করার দিকেই আপাতত ঝুঁকে থাকল পাল্লা। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান নির্ধানের জন্য গঠিত আন্তঃমন্ত্রক কমিটির সিদ্ধান্ত সে রকমই ইঙ্গিত দিচ্ছে। তিল তালাক প্রসঙ্গে কেন্দ্রের অবস্থান জানতে চেয়ে হলফনামা তলব করেছে সুপ্রিম কোর্ট। হলফনামার বিষয়বস্তু নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার বৈঠকে বসেছিল আন্তঃমন্ত্রক কমিটি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ভারত সরকার তিন তালাক নিষিদ্ধ করার পক্ষেই মত দেবে।

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গাঁধী প্রমুখ আন্তঃমন্ত্রক কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের পরে কমিটির তরফে জানানো হয়, বিশ্বজুড়েই মহিলারা সমানাধিকারের দিকে এগচ্ছেন। ভারতেরও সেই পথেই এগনো উচিত। সৌদি আরব, পাকিস্তান, ইরাকের মতো ইসলামি রাষ্ট্রগুলিতেও হয় তিন তালাকে বিবাহ বিচ্ছেদের প্রথা নিষিদ্ধ করা হয়েছে, না হলে তাতে বিধিনিষেধ আরোপিত হয়েছে। ভারত সরকারও সেই পথে হাঁটার পক্ষেই সুপ্রিম কোর্টে সওয়াল করবে বলে কমিটির তরফে জানানো হয়েছে।

মুসলিমদের মধ্যে তিন তালাক এবং বহুবিবাহ নিষিদ্ধ করার আবেদন জানিয়ে ২০১৫ সালে সর্বোচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা হয়। গত ৫ সেপ্টেম্বর এই মামলার শুনানিতে বিষয়টি নিয়ে কেন্দ্রকে অবস্থান স্পষ্ট করতে বলেন প্রধান বিচারপতি টি এস ঠাকুর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্ট হলফনামা জমা দেওয়ার জন্য কেন্দ্রকে চার সপ্তাহ সময় দিয়েছে। সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ড কিন্তু তিন তালাক ও বহুবিবাহ নিষিদ্ধ করার বিরুদ্ধে সওয়াল করছে। বোর্ডের বক্তব্য, কোরান অনুযায়ী মুসলিম ধর্মে তিন তালাক এবং বহুবিবাহ সিদ্ধ। তা নিষিদ্ধ করা ধর্মবিরোধী হবে। আদালত এই বিষয়ে হস্তক্ষেপ না করলেই ভাল হয় বলে মুসলিম পার্সোনাল ল বোর্ডের মত।

Advertisement

আরও পড়ুন: কাশ্মীরে হামলার নতুন মুখ এ বার বুরহানের বন্ধু সবজার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন