বিচারপতি নিয়োগ নিয়ে সওয়াল আইনমন্ত্রীর

বিরোধীরা যতই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলুক, তাতে কান দিতে নারাজ আইন মন্ত্রক। বিচারপতিদের কলেজিয়ামের সুপারিশ ছিল, উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি কে এম জোসেফকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হোক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জুন ২০১৮ ০৩:৪১
Share:

রবিশঙ্কর প্রসাদ

বিরোধীরা যতই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলুক, তাতে কান দিতে নারাজ আইন মন্ত্রক। বিচারপতিদের কলেজিয়ামের সুপারিশ ছিল, উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি কে এম জোসেফকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হোক। কিন্তু সরকার সেই কেন নিয়োগ আটকে রেখেছে? এই প্রশ্নে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আজ বলেন, ‘‘এতে কোনও পাপ হয়নি। আইন মন্ত্রকটা ডাকঘর নয় যে, যা আসবে সেটাই পাঠিয়ে দিতে হবে। সরকারেরও মত দেওয়ার অধিকার আছে। আমরা সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ পুনর্বিবেচনা করতে বলতে পারি।’’

Advertisement

বিরোধীদের অভিযোগ, উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি জোসেফ রাজ্যে মোদী সরকারের রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিলেন। সেই কারণেই তাঁকে সুপ্রিম কোর্টে বসাতে আপত্তি বিজেপির। তা ঠেকাতে সুপ্রিম কোর্টের কলেজিয়াম ফের জোসেফের নাম সুপরিশ করে পাঠাক বলেও দাবি উঠেছে। বিচার বিভাগে সরকারের প্রভাব খাটানো নিয়ে সুপ্রিম কোর্টের প্রবীণ বিচারপতিদের মধ্যেও বিবাদ তৈরি হয়েছে। রবিশঙ্কর বলেন, ‘‘বিচার বিভাগের মধ্যে বিবাদ থাকলে তা মিটিয়ে ফেলার মতো দূরদৃষ্টি এবং বিচক্ষণতা বিচার বিভাগের রয়েছে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন