GST Rates

জিএসটি-র ফলে জিনিসের দাম কেমন হল, তালিকা করছে কাউন্সিল

প্রাথমিক ভাবে, ১৫০টি জিনিসের তালিকা তৈরি করা হবে। তাতে দেখানো হবে জিএসটি চালুর আগে ওই জিনিসগুলির দাম এবং করের হার কত ছিল, জিএসটি চালুর পর তা কোথায় দাঁড়িয়েছে। পরে, সেই তালিকা প্রকাশও করা হবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ১৭:৫৪
Share:

জিএসটি চালুর পরেও কোনও জিনিসেরই দাম কমেনি। এই অভিযোগে সরব হয়েছে কেরল, পশ্চিমবঙ্গ, বিহারের মতো বেশ কয়েকটি রাজ্য। এ বার রাজ্যগুলির সাঁড়াশি চাপের মুখে বিভিন্ন জিনিসের দামের তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল।

Advertisement

প্রাথমিক ভাবে, ১৫০টি জিনিসের তালিকা তৈরি করা হবে। তাতে দেখানো হবে জিএসটি চালুর আগে ওই জিনিসগুলির দাম এবং করের হার কত ছিল, জিএসটি চালুর পর তা কোথায় দাঁড়িয়েছে। পরে, সেই তালিকা প্রকাশও করা হবে। গত শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জিএসটি কাউন্সিলের এক কর্তা ‘টাইমস অব ইন্ডিয়া’কে জানিয়েছেন, ওই ১৫০টি জিনিসের তালিকা তৈরির কাজ শেষ হলে, পরবর্তী পর্যায়ে অন্য অনেক জিনিসকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন: আপনার প্যান কার্ডটি বাতিল হয়ে যায়নি তো? পরখ করুন এ ভাবে

Advertisement

আরও পড়ুন: সঙ্ঘ-কর্মীর খুনে পুরস্কার ফেরান না কেউ: জেটলি

২০১৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জিএসটি সংশোধনী বিলে অনুমোদন দেওয়ার পরেই তৈরি হয়েছিল পণ্য-পরিষেবা কর পরিষদ (জিএসটি কাউন্সিল)। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে সব রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত এই কাউন্সিলের দায়িত্ব শুধু করের হার নয়, কোথায় কত ছাড় দেওয়া হবে, তার সর্বোচ্চ সীমা কী হবে, সেগুলিও নির্ধারণ করা। পাশাপাশি জিএসটি সচিবালয় রয়েছে, যারা এটি রূপায়ণ করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন