Gujarat

হাওয়ার মতো ভেসে যেতে চাই, পণের চাপেই কি সবরমতীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা তরুণীর

আত্মহত্যার আগে নদীর ধারে হাসিমুখে একটি ভিডিয়ো রেকর্ড করেছেন তিনি। যা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

Advertisement

সংবাদ সংস্থা

আমদাবাদ শেষ আপডেট: ০১ মার্চ ২০২১ ১২:২৭
Share:

আত্মহত্যার আগে আয়েশা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

মোদী-শাহের গুজরাতের আমদাবাদে সবরমতী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ২৩ বছরের এক বিবাহিত মহিলা। আত্মহত্যার আগে নদীর ধারে হাসিমুখে একটি ভিডিয়ো রেকর্ড করেছেন তিনি। যা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেই ভিডিয়োতে আবেগতাড়িত হয়ে বেশ কিছু কথা বলেছেন তিনি। ভিডিয়ো থেকে জানা গিয়েছে, ওই মহিলার নাম আয়েশা। ভিডিয়োতে তিনি জানিয়েছেন, নিজের ইচ্ছাতেই জীবন শেষ করছেন তিনি। যদিও তাঁর বাবার অভিযোগ, পণের জন্য শ্বশুরবাড়ির নিরন্তর ঝামেলার জেরেই আত্মহত্যা করেছেন আয়েশা।

Advertisement

এই ঘটনা নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। নদীতট থেকে আয়েশার দেহও উদ্ধার করা হয়েছে। মেয়ের মৃত্যু নিয়ে আয়েশার বাবা লিয়াকত আলি জানিয়েছেন, রাজস্থানের জালোরের বাসিন্দা আরিফ খানের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়েছিল ২০১৮ সালের জুলাই মাসে। তিনি বলেছেন, ‘‘বিয়ের পর থেকেই পণের জন্য চাপ দিত শ্বশুরবাড়ির লোকেরা। আমি কিছু টাকা দিয়েছিলাম। কিন্তু তাঁদের লোভ এতে বেড়ে গিয়েছিল। কিছু মাস আগে আয়েশার সঙ্গে ঝামেলা হয় আরিফের। তার পর আয়েশা এখানে ফিরে আসে। তখনও ফোনেও কথা হত না ওঁদের মধ্যে।’’

আয়েশার রেকর্ড করা ২ মিনিটের ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘‘যে সিদ্ধান্ত আমি নিতে যাচ্ছি, এর জন্য কেউ আমাকে চাপ দেয়নি। বুঝলাম ভগবান আমাকে ছোট্ট জীবনই দিয়েছেন। বাবা, তুমি আর কত লড়বে? মামলা তুলে নাও। যে স্বাধীনতা চাই তাঁকে মুক্ত করে দাও।’’ ভিডিয়োর শেষে আয়েশা বলেছেন, ‘‘আমি আমার জীবন শেষ করতে চলেছি। আল্লার সঙ্গে দেখা হবে ভেবে আমি খুশি। দেখা হলে তাঁকে জিজ্ঞাসা করব, আমি কী ভুল করেছি? আমার দোষ কী?’’ সব শেষে আবেগতাড়িত হয়ে আয়েশাকে বলতে শোনা গিয়েছে, ‘‘এই সুন্দর একলা নদীর কাছে আমার অনুরোধ, আমাকে যেন এই নদী নিজের মধ্যে প্রবেশ করতে দেয়। আমি হাওয়ার মতো উড়ে যেতে চাই। ভেসে যেতে চাই।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন