ছ’মাস ধরে গা ঢাকা দিয়ে থাকার পরে অবশেষে সোমবার বিশেষ তদন্তকারী দল (সিট)-এর কাছে আত্মসমর্পণ করল গুলবার্গ হত্যকাণ্ডের মূল অভিযুক্ত কৈলাস ধোবি। আর তার পরেই শুক্রবার ওই মামলার রায়দান করা হবে বলে ঘোষণা করেছে বিশেষ আদালত। ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি গুজরাতের গুলবার্গ সোসাইটিতে হামলা চালায় এক দল দুষ্কৃতী। সেই ঘটনায় প্রাণ হারান প্রায় ৬৯ জন। নিহতদের তালিকায় ছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরি। ধৃতদের মধ্যে খুনের মামলা আনা হয় ১১ জনের বিরুদ্ধে। তাদের মধ্যে ছিল ধোবিও। চোদ্দো বছর জেল খাটার পর গত ডিসেম্বরে জামিনে ছাড়া পায় সে। তার পরেই গা ঢাকা দেয় কৈলাস।