Gurmeet Ram Rahim Singh

গুরমিত ধর্ষক! বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ছোটবেলার বন্ধুদের

যে দিন ডেরা সচ্চা সৌদার দায়িত্ব পেয়েছিলেন, সেই দিনটা আজও ভুলতে পারেননি গুরমিতের বন্ধুরা। সারাটা রাত জেগে কাটিয়ে ছিলেন তাঁরা। একই ছবি ছিল রাজস্থানের গোটা শ্রী গঙ্গানগর জেলার। এখানেই ১৯৬৭ সালের ১৫ অগস্ট জন্মেছিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

চণ্ডীগড় শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৭ ১৬:৩৮
Share:

গুরমিত রাম রহিম সিংহ।— ফাইল ছবি।

কেটে গিয়েছে দুটো দিন। এখনও যেন ঘোর কাটেনি সাচ্চা সিংহের। যা শুনেছেন, তা বিশ্বাসই করতে পারছেন না তিনি।

Advertisement

করবেনই বা কি করে?

যে বন্ধুর সঙ্গে মাঠের পর মাঠ, খেতের পর খেত ছুটে বেরিয়েছেন। কেটেছে ছোটবেলায় বছরের পর বছর— সেই বন্ধুই নাকি ধর্ষণে অভিযুক্ত! এককালের ‘প্রিয়’ বন্ধুর বিরুদ্ধে এতগুলো গুরুতর অভিযোগ শুনে স্তম্ভিত সাচ্চার মতো গুরমিত রাম রহিম সিংহের অন্য বন্ধুরাও।

Advertisement

আরও পড়ুন: ‘বাবা’র মতোই বর্ণময় চরিত্র, কে এই হানিপ্রীত

তাঁরা জানাচ্ছেন, বনেদি বড়লোক পরিবারের সন্তান গুরমিত পড়াশোনায় বরাবরই মেধাবী। শুধুমাত্র লেখাপড়াই নয়, খেলাধূলা থেকে অন্যান্য কাজকর্ম, সবেতেই গুরমিতের ধারে কাছে ছিল না কেউ-ই। গ্রামবাসীদের কথায়, “পরিবারের একমাত্র ছেলে গুরমিত ছোট থেকেই ছিল বাবা-মায়ের নয়নের মণি। ছোট্ট গুরমিতের অমায়িক ব্যবহার পড়া-প্রতিবেশীদের কাছেও তাকে জনপ্রিয় করে তুলেছিল। স্কুলের স্যরেরা তাকে খুব ভালবাসত।”

আরও পড়ুন: ‘বাবা’র পালিত কন্যা হানিপ্রীত কি ডেরা-র নতুন দাবিদার? জল্পনা তুঙ্গে​

যে দিন ডেরা সচ্চা সৌদার দায়িত্ব পেয়েছিলেন, সেই দিনটা আজও ভুলতে পারেননি গুরমিতের বন্ধুরা। সারাটা রাত জেগে কাটিয়ে ছিলেন তাঁরা। একই ছবি ছিল রাজস্থানের গোটা শ্রী গঙ্গানগর জেলার। এখানেই ১৯৬৭ সালের ১৫ অগস্ট জন্মেছিলেন তিনি।

আরও পড়ুন: ভূমিশয্যায় রাম রহিম, আপাতত ক্ষান্ত ভক্তরা

আজ পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গিয়েছে। ছোটবেলার সেই কাছের বন্ধু আজ জেলবন্দি। ধর্ষণের অপরাধ প্রমাণিত। সোমবার শাস্তির মেয়াদ জানাবে আদালত। ক্ষমতা আর প্রতিপত্তির লোভ যে মানুষকে এতটা নীচে নামাতে পারে, তা যেন বিশ্বাস হচ্ছে না সাচ্চাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন