এ বার মানহানির মামলায় তলব সিদ্দেককে

বিধায়ক সিদ্দেক আহমদকে ফের আদালতে হাজিরার নির্দেশ দিলেন করিমগঞ্জের এসিজেএম। রেজাউল করিমের দাখিল করা মামলায় তাঁকে হাজির থাকতে বলা হলেও এবার মারধরের মামলায় নয়। হাজিরা দিতে হবে নতুন মামলায়। অতিরক্ত জেলা দায়রা বিচারকের আদালত সিদ্দেক আহমেদের জামিন মঞ্জুর করার পর শিলচর মেডিক্যাল কলেজ থেকে করিমগঞ্জে আসেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০১৫ ০৩:২৯
Share:

বিধায়ক সিদ্দেক আহমদকে ফের আদালতে হাজিরার নির্দেশ দিলেন করিমগঞ্জের এসিজেএম। রেজাউল করিমের দাখিল করা মামলায় তাঁকে হাজির থাকতে বলা হলেও এবার মারধরের মামলায় নয়। হাজিরা দিতে হবে নতুন মামলায়। অতিরক্ত জেলা দায়রা বিচারকের আদালত সিদ্দেক আহমেদের জামিন মঞ্জুর করার পর শিলচর মেডিক্যাল কলেজ থেকে করিমগঞ্জে আসেন তিনি। তারপর অতিরিক্ত আবর্ত ভবনে সাংবাদিক বৈঠক করে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। সে সময় বিধায়ক বলেন, মারধরের অভিযোগ যিনি এনেছিলেন সেই রেজাউল করিম এক সময় তাঁর ঘনিষ্ট হতে চেয়েছিলেন। এমনকী কোনও এক সময় একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলিও তাঁকে উপহার দিতে চেয়েছিলেন রেজাউল। বিধায়ক তা প্রত্যাখ্যান করেন এবং ভবিষ্যতে তাঁর সঙ্গে সাক্ষাত করতে নিষেধ করেন। সিদ্দেকের সেই বক্তব্য সংবাদপত্রে প্রকাশিত হয়। রেজাউল করিমের বক্তব্য, বিধায়ককে যদি কোনও লোক পিস্তল উপহার দিতে চান তাহলে তিনি সঙ্গে সঙ্গে আইনের আশ্রয় নিলেন না কেন। আর এতদিন পর বিধায়ক পিস্তল প্রসঙ্গ কেন টেনে আনলেন। রেজাউলের মতে বিধায়কের এহেন বক্তব্য তাঁর আত্মসম্মানে আঘাত হানার সামিল। তাই বিধায়কের বিরুদ্ধে করিমগঞ্জের সিজিএমের আদালতে একটি নতুন মামলা দায়ের করেন রেজাউল। সিজিএম সেই মামলাটি এসিজেএম শাহ সৈয়দ আহাদুর রহমানের আদালতে পাঠিয়ে দেন। এই মামলায় আজই বিধায়কের বিরুদ্ধে সমন জারি করা হয়। ১৬ জুন তাঁকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement