Haryana Man's Death

‘বাবাকে তো খুন করতে পারি না, আমিই চলে যাচ্ছি’! স্ত্রী এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে আত্মঘাতী যুবক

পুলিশ জানিয়েছে, মৃতের নাম মগন ওরফে অজয়। তাঁর স্ত্রী দিব্যা এবং প্রেমিক দীপকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অজয়। মৃত্যুর আগে একটি ভিডিয়ো করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১২:২২
Share:

প্রতীকী ছবি।

জমি বিক্রি করে প্রেমিককে টাকা দিতে হবে। সেই টাকা প্রেমিকের পদোন্নতির জন্য লাগবে বলে দাবি করেন স্ত্রী। দিতে না পারলে পরিণতি ভয়ানক হবে, এমনও হুঁশিয়ারি দেন। শুধু তা-ই নয়, প্রেমিক পুলিশে কাজ করায়, তাঁকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোরও হুমকি দেওয়া হচ্ছিল। স্ত্রী এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে আত্মঘাতী হলেন হরিয়ানার রোহতকের এক যুবক।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম মগন ওরফে অজয়। তাঁর স্ত্রী দিব্যা এবং প্রেমিক দীপকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অজয়। মৃত্যুর আগে একটি ভিডিয়ো করেন তিনি। সেই ভিডিয়োয় তাঁর আত্মীয়স্বজন, স্থানীয় প্রশাসন, বিধায়ক এবং সাংসদকে উদ্দেশ করে গোটা ঘটনাটি জানিয়ে গিয়েছেন অজয়। সেই ভিডিয়োবার্তাই খতিয়ে দেখছে পুলিশ। বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছ থেকে অজয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত্যুর আগে ওই ভিডিয়োর মাধ্যমে অজয় অভিযোগ করেন, তাঁর স্ত্রী দিব্যা এবং প্রেমিক দীপক ক্রমাগত মানসিক নির্যাতন করছেন। বাবাকে খুন করার জন্য চাপ সৃষ্টি করছেন দিব্যা এবং দীপক। এমনকি তাঁদের পৈতৃক ভিটে বিক্রি করে সেই টাকা তাঁদের হাতে তুলে দেওয়ার জন্যও চাপ দেওয়া হচ্ছিল তাঁকে। তার পরই অজয় বলেন, ‘‘বাবাকে তো খুন করতে পারি না, এই নির্যাতন সহ্য করতে পারছি না। তাই আমিই চলে যাচ্ছি।’’

গত ১৮ জুন রোহতকের দেভ গ্রাম থেকে অজয়ের দেহ উদ্ধার হয়েছে। অজয়কে না পেয়ে তাঁর বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করেন। তখন তাঁরা বাড়ি থেকে কিছুটা দূরে অজয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করেন। পরিবারের দাবি, প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো অজয়কে পাঠিয়েছিলেন তাঁর স্ত্রী দিব্যা। মহারাষ্ট্রের শম্ভাজীনগরে দিব্যার প্রেমিক থাকেন। সেখানে পুলিশ ইনস্পেক্টরের পদে কর্মরত। অজয় অভিযোগ তুলেছেন, ‘‘দিব্যা এবং দীপক মুম্বইয়ে একটি ফ্ল্যাট কিনতে চায়। টাকার জন্য তারা ক্রমাগত চাপ দিচ্ছিল। প্রথমে দেড় লক্ষ টাকা দিই। তার পর নিজের সোনার ব্রেসলেট বন্ধক রেখে আরও ২ লক্ষ টাকা দিয়েছিলাম। কিন্তু দীপকের পদোন্নতির জন্য আরও টাকার প্রয়োজন ছিল। সেই টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল দু’জনেই। বাড়ি, জমি বিক্রি করে সেই টাকা দিতে হবে বলেও হুমকি দিচ্ছিল ওরা।’’

Advertisement

পরিবারের দাবি, দেড় বছর আগে দিব্যার সঙ্গে বিয়ে হয়েছিল অজয়ের। কিন্তু দিব্যা যে বিবাহিতা, সে কথা অজয়ের কাছে গোপন করেছিলেন। দিব্যার আগের পক্ষের এক সন্তানও আছে। অজয়ের অভিযোগ, ‘‘যখন জানতে পারি দিব্যা তাঁর আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই আমাকে বিয়ে করেছে, তখন এক আইনজীবীর কাছে এ বিষয়ে পরামর্শ নিই। তিনি আমাকে দিব্যার বিরুদ্ধে মামলা করতে বলেছিলেন। কিন্তু সে পথে না হেঁটে আমি দিব্যা এবং তাঁর আগের স্বামীকে টাকা দিয়ে গিয়েছি।’’

অজয়ের পরিবারের দাবি, ২০১৯ সালে সমাজমাধ্যমে আলাপ হয়েছিল অজয় এবং দিব্যার। তার পর বিয়েও হয়। কাজের বাহানায় মাঝেমধ্যেই মহারাষ্ট্রে প্রেমিকের সঙ্গে দেখা করতে যেতেন দিব্যা। এ বছরের মার্চে পাকাপাকি ভাবে প্রেমিক দীপকের কাছে চলে গিয়েছিলেন দিব্যা। অজয়ের ভিডিয়োবার্তা এবং তার পরই তাঁর দেহ উদ্ধারের পর থেকে দিব্যা এবং তাঁর প্রেমিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement