১৬ বার পোশাক বদলান প্রধানমন্ত্রী, দাবি রাহুলের

আমেরিকায় গিয়ে ষোলো বার পোশাক বদল করেন নরেন্দ্র মোদী। একটা স্যুট পরেই গায়ে তুলে নেন অন্যটা। তাঁর জামাকাপড় কখনও সবুজ, কখনও হলুদ, নীল আবার কোনও সময়ে গোলাপি পোশাকে দেখা যায় তাঁকে...।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৫ ০২:৩১
Share:

আমেরিকায় গিয়ে ষোলো বার পোশাক বদল করেন নরেন্দ্র মোদী। একটা স্যুট পরেই গায়ে তুলে নেন অন্যটা। তাঁর জামাকাপড় কখনও সবুজ, কখনও হলুদ, নীল আবার কোনও সময়ে গোলাপি পোশাকে দেখা যায় তাঁকে...।

Advertisement

বিহার ভোটের উত্তাপ বাড়াতে এ ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন রাহুল গাঁধী। পটনা থেকে প্রায় ১২০ কিলেমিটার দূরে বিহারের শেখপুরাতে জনসভা করেন রাহুল। এ দিনও মোদী সরকারকে ‘স্যুটবুটের সরকার’ বলে তাঁর মন্তব্য, ‘‘আমি মোদী সরকারকে স্যুটবুটের সরকার বলার পর থেকে প্রধানমন্ত্রী স্যুট পরা ছেড়ে দিয়েছেন।’’ আজ বেগুসরাই ও শেখপুরার দুই সভাতেই রাহুল মোদীর পোশাক ও বিদেশ সফর নিয়ে সরব হয়েছেন। ভোটারদের সামনে মোদীর জামাকাপড় নিয়ে রাহুলের কটাক্ষ, ‘‘নীতীশ কুমারকে দেখুন, উনি সব সময়ে সাদা পোশাকেই থাকেন!’’ মোদীর আমেরিকা সফরে তথ্যপ্রযুক্তি জগতের শীর্ষকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকে প্রসঙ্গ টেনে রাহুল বলেন, ‘‘ছেঁড়া পোশাক পরা চাষি কিংবা শ্রমিকদের সঙ্গে আপনারা প্রধানমন্ত্রীকে কখনও দেখেছেন কি?’’

তবে কংগ্রেস সহ সভাপতি গরম বক্তৃতা দিলেও এ দিন জনসভায় লোক টানতে ব্যর্থ হয়েছেন। তা নিয়ে চিন্তিত স্থানীয় কংগ্রেস নেতারা। তাঁদের অভিযোগ, মহাজোটের তরফে এমন সব জায়গায় কংগ্রেসকে আসন দেওয়া হয়েছে, যেখানে জেতার সম্ভাবনা খুবই কম।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন