অর্থনীতির ভিত শক্ত করেছি, দাবি মোদীর

মুম্বইয়ে এক বাণিজ্য সম্মেলনে আজ প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা নিয়মের বেড়াজাল কমিয়ে বাণিজ্যের উপযোগী পরিবেশ তৈরি করছি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০২:২৬
Share:

তাঁর সরকারের আমলেই দেশের দুর্বল অর্থনীতির ভিত শক্ত হয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বিশ্বাস বিজেপি শাসিত মহারাষ্ট্র ২০২৫-এর মধ্যে দেশের প্রথম লক্ষ কোটি ডলারের অর্থনীতি হয়ে উঠতে পারবে।

Advertisement

মুম্বইয়ে এক বাণিজ্য সম্মেলনে আজ প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা নিয়মের বেড়াজাল কমিয়ে বাণিজ্যের উপযোগী পরিবেশ তৈরি করছি। এক সময়ে ভারতকে পাঁচ দুর্বল অর্থনীতির তালিকার অন্তর্ভুক্ত করা হত। এখন ভারত ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হওয়ার পথে হাঁটছে।’’ প্রধানমন্ত্রীর কথায়, ‘‘গত তিন বছরে কেন্দ্র ১,৪০০ আইন খারিজ করেছে। নয়া আইন তৈরি হচ্ছে। শিল্প গঠন ও বাণিজ্যের উপযোগী তৈরি করতেই এই পদক্ষেপ।’’ এই প্রসঙ্গে মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডণবীস সরকারের প্রশংসা করেছেন মোদী। তাঁর কথায়, ‘‘দেশের ৫১ শতাংশ লগ্নি মহারাষ্ট্র থেকে আসে। এই রাজ্যে বিদেশি লগ্নিকারীরাও আসতে আগ্রহী হচ্ছেন। ফডণবীস সরকার নানা ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ব্যবসার উপযোগী পরিবেশ তৈরি করেছে।’’ তবে বিনিয়োগ টানার ক্ষেত্রে কোনও রাজ্যই আর পিছিয়ে থাকতে রাজি নয় বলে মনে করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, গুজরাতে যে লগ্নি টানার প্রতিযোগিতা শুরু হয়েছিল তা সব রাজ্যে ছড়িয়ে পড়েছে।

প্রধানমন্ত্রীর বক্তব্য, এখন বাজেট বরাদ্দের চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে ফলের উপরে। এতে কাজের এক নয়া সংস্কৃতি তৈরি হয়েছে। আর্থ-সামাজিক পরিবেশও বদলাচ্ছে।

Advertisement

আরও পড়ুন: অপরাধীদের মতো আচরণ করা বন্ধ করুন: তীব্র কটাক্ষে রাহুল

আজ নভি মুম্বইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের শিলান্যাসও করেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠান নিয়ে ফের বিজেপি-শিবসেনা বিরোধ প্রকাশ্যে চলে আসে। অনুষ্ঠানস্থলে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হন স্থানীয় শিবসেনা বিধায়ক মনোহর ভোয়ার-সহ ২৩ জন। নয়া বিমানবন্দরটি হবে শিবসেনা সাংসদ শ্রীরঙ্গ বার্নের কেন্দ্রে। ভোয়ারের কথায়, ‘‘রাজ্যের জোট সরকারের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এলেন। অথচ আমাদের আমন্ত্রণও জানানো হল না। জনপ্রতিনিধিদের অপমান করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন