ছাত্রীদের যৌন নির্যাতন, ধৃত প্রধানশিক্ষক

দুই ছাত্রীর উপরে ধারাবাহিক যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হল তুরার এক স্কুলের প্রধানশিক্ষক ও অন্য এক শিক্ষককে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৬ ০৩:৫৬
Share:

দুই ছাত্রীর উপরে ধারাবাহিক যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হল তুরার এক স্কুলের প্রধানশিক্ষক ও অন্য এক শিক্ষককে। পুলিশ জানায়, স্কুলের ছাত্রছাত্রীরা গত কাল স্কুলে বিক্ষোভ দেখায়। তাঁদের বিরুদ্ধে দুই ছাত্রী এফআইআর দায়ের করেছে। ছাত্রীদের অভিযোগ, ৩ সেপ্টেম্বর জোশীর জন্মদিন উপলক্ষে তাঁর আবাসে দ্বাদশ শ্রেণির ওই দুই ছাত্রী-সহ আরও কয়েকজন ছাত্রছাত্রীকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে দুই ছাত্রীকে মদ মেশানো ফলের রস খাইয়ে একটি ঘরে বন্ধ করে যৌন নির্যাতন চালানো হয়। তাতেই শেষ হয়নি হেনস্থা। ওই দিনের কথা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তাদের বার বার ডেকে পাঠানো হত প্রধানশিক্ষকের বাড়িতে। অপমান সহ্য করতে না পেরে এক ছাত্রী আত্মহত্যার চেষ্টাও করে। শেষ পর্যন্ত দু’জন গত কাল সহপাঠীদের সব খুলে বলে। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা প্রধানশিক্ষককে ঘেরাও করে। অভিযোগ, প্রধানশিক্ষক তাঁর বন্ধু, সিআরপিএফের স্থানীয় কম্যান্ডান্ট আর কে বেহরাকে ডাকেন। অভিযোগ, বেহরা জোশীকে স্কুল থেকে বের করার চেষ্টা করেন। পরে পুলিশ এসে প্রধানশিক্ষককে গ্রেফতার করেছে। অপর অভিযুক্ত শিক্ষক পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement