কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হিমন্তের

গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল লাগোয়া ২০০-শয্যার ক্যানসার হাসপাতালের (রাজ্য কর্কট প্রতিষ্ঠান) উদ্বোধন হবে ৪ ফেব্রুয়ারি। উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। নয়াদিল্লিতে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে আজ এ কথা জানান অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৭ ০১:৫৬
Share:

গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল লাগোয়া ২০০-শয্যার ক্যানসার হাসপাতালের (রাজ্য কর্কট প্রতিষ্ঠান) উদ্বোধন হবে ৪ ফেব্রুয়ারি। উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। নয়াদিল্লিতে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে আজ এ কথা জানান অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

Advertisement

তিনি জানান, ১২০ টাকা খরচে তৈরি রাজ্য কর্কট প্রতিষ্ঠানে চিকিৎসা করাতে আসবেন প্রতিবেশী রাজ্যের রোগীরাও। তিনি জানান, ডিফু মেডিক্যাল কলেজের জন্য প্রয়োজনীয় অর্থও দ্রুত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নাড্ডা। এ দিকে অক্সিজেনের অভাবে এক রোগিনীর মৃত্যু ঘিরে গত রাতে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ হয়। হাসপাতাল সূত্রে খবর, মির্জার সোনতলা গ্রামের চিত্রা দাস হাসাপাতালে ভর্তি ছিলেন। পরিবারের অভিযোগ, শ্বাসকষ্টে ভোগা চিত্রাদেবীকে সময়মতো অক্সিজেন দেননি চিকিৎসক ও নার্সরা। সে জন্যই চিত্রাদেবী মারা যান। হাসপাতালে তরফে তদন্ত ঘোষণা করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন