National news

জম্মু-কাশ্মীরের সুন্দরবনিতে পাক সেনার গোলাবর্ষণ, হত এক জওয়ান

সোমবার সকালে পাক সেনার গোলাবর্ষণে নিহত হয়েছেন এক জওয়ান। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ১৩:১২
Share:

প্রতীকী ছবি।

মুখে বার বার শান্তির কথা বলছে পাকিস্তান। অথচ জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার পাশের ছবি কিন্তু অন্য কথা বলছে। বার বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাক সেনা।

Advertisement

সোমবার সকালে পাক সেনার গোলাবর্ষণে নিহত হয়েছেন এক জওয়ান। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। সেনা সূত্রে খবর, এ দিন সকাল সাড়ে ৬টায় জম্মু-কাশ্মীরের সুন্দরবনি সেক্টরের কেরি বাত্তাল এলাকা লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছুড়তে থাকে। সেই সঙ্গে মর্টার নিয়েও হামলা চালায়। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারাও।

অন্য দিকে, রবিবার সন্ধ্যা থেকেই রাজৌরিতে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ করে পাকিস্তান। ওই ঘটনায় যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

বালাকোটে বায়ুসেনার হামলার পর থেকেই সংঘর্ষবিরতি লঙ্ঘনের মাত্রাটা বাড়িয়েছে পাকিস্তান। কখনও সীমান্তলাগোয়া গ্রাম, কখনও সেনাচৌকি লক্ষ্য করে মর্টার ও স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গোলাগুলি ছুড়ছে পাক সেনারা। যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাও।

আরও পড়ুন: জটিল হচ্ছে গোয়ার রাজনৈতিক পরিস্থিতি, আসরে গডকড়ী, রাতভর বৈঠক শরিক দলগুলোর সঙ্গে

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement