সমীক্ষায় দেখা গিয়েছে অসমে প্রতি বছর তামাকজনিত ক্যানসারে আক্রান্ত হয়ে ২৯ হাজারের বেশি মানুষ মারা যান। অসমের স্বাস্থ্য দফতর সূত্রে খবর মিলেছে, প্রতিদিন রাজ্যের ১৪০ জন শিশু তামাকের নেশা শুরু করে।
তামাকে এমন আসক্তি আর তামাকজনিক মৃত্যুর হার বাড়তে থাকায় চিন্তিত শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানকে তামাকবর্জিত করতে এসএমএস অভিযান শুরু করছেন। সব শিক্ষাপ্রতিষ্ঠান ও তার আশপাশের ১০০ গজ এলাকা তামাক মুক্ত করার নির্দেশ দিয়েছেন হিমন্ত। হিমন্তের নির্দেশের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসেছে রাজ্যের শিক্ষা দফতর। উপযুক্ত পদক্ষেপ করার কথা জানিয়েছেন শিক্ষাকর্তারা।
মধ্যশিক্ষা পর্ষদের সচিব রমেশ চন্দ্র জৈন জানান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের তরফে সব শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্র, অভিভাবকদের তামাক বিরোধী এসএমএস পাঠানো হচ্ছে। ইতিমধ্যে ৪ হাজার এসএমএস পাঠানো হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যের ৫০ হাজার স্কুলকে তিন বছরের মধ্যে পুরোপুরি তামাকমুক্ত করাই পর্ষদের লক্ষ্য।