কাশ্মীর থেকে গ্রেফতার হিজবুলের শীর্ষ নেতা

বড় ধাক্কা খেল জম্মু-কাশ্মীরে সক্রিয় জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিন। এ দিন নিরাপত্তাবাহিনীর হাতে ধরা পড়েছে ওই জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতা বুরহান ওয়ানির ঘনিষ্ঠ সঙ্গী তারিক পণ্ডিত।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ২৯ মে ২০১৬ ০৩:৪৭
Share:

তারিক পণ্ডিত

বড় ধাক্কা খেল জম্মু-কাশ্মীরে সক্রিয় জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিন। এ দিন নিরাপত্তাবাহিনীর হাতে ধরা পড়েছে ওই জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতা বুরহান ওয়ানির ঘনিষ্ঠ সঙ্গী তারিক পণ্ডিত।

Advertisement

কাশ্মীরের জঙ্গি সন্ত্রাসের মানচিত্রে সম্প্রতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বুরহান ওয়ানি। সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের পোশাকে রাইফেল নিয়ে তার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ফলে যুবকদের মধ্যে নতুন ভাবে জনপ্রিয় হচ্ছে হিজবুল। গোয়েন্দারা জানিয়েছেন, ২০১৫ সালে দক্ষিণ কাশ্মীরের অন্তত ৩০ জন যুবক ওই সংগঠনে যোগ দিয়েছে। ফলে ফের গুরুত্বপূর্ণ হয়ে ওঠার স্বপ্ন দেখছে লস্কর বা জইশ-ই-মহম্মদের মতো পাক জঙ্গি সংগঠনগুলির চাপে কোণঠাসা হিজবুল। তা ছাড়া পাক গুপ্তচর সংস্থা আইএসআইও এখন পাক জঙ্গিদের বদলে কাশ্মীরি জঙ্গিদেরই ব্যবহার করতে বেশি আগ্রহী বলে মনে করেন গোয়েন্দারা। কারণ, তাতে পাক মদতের বিষয়টি অনেকটাই এড়িয়ে যাওয়া যায়।

বুরহান ওয়ানির সঙ্গে কিছু ছবিতে দেখা গিয়েছে তারিক পণ্ডিতকে। তার মাথার দাম তিন লক্ষ টাকা ঘোষণা করেছিল সরকার। সেনা মুখপাত্র জানিয়েছেন, পুলওয়ামার নেওয়া-পিংলানা সড়কে এক হিজবুল জঙ্গির গতিবিধির খবর পান গোয়েন্দারা। সেখানেই রাষ্ট্রীয় রাইফেলসের হাতে ধরা পড়ে তারিক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন