Rumours

হোয়াটসঅ্যাপে ভুয়ো বার্তা, হামের টিকা নিতে অস্বীকার করল শতাধিক মাদ্রাসা

শিশুদের জন্য সরকারের তরফে বিশেষ টিকা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু, বাধ সাধল হোয়াটসঅ্যাপের একটি ভুয়ো বার্তা। আর তার জেরেই স্বাস্থ্যকর্মীদের ফিরিয়ে দিল উত্তরপ্রদেশের শতাধিক মাদ্রাসা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ১৬:৩৩
Share:

শিশুদের জন্য সরকারের তরফে বিশেষ টিকা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু, বাধ সাধল হোয়াটসঅ্যাপের একটি ভুয়ো বার্তা। আর তার জেরেই স্বাস্থ্যকর্মীদের ফিরিয়ে দিল উত্তরপ্রদেশের শতাধিক মাদ্রাসা।

Advertisement

রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্রমেই ছড়িয়ে পড়ছিল হাম। বিশেষ করে আক্রান্ত হচ্ছিল শিশুরা। গত তিন বছরে সহস্রাধিক শিশুর মৃত্যুর খবরও মিলেছে। আর তাই হামের মোকাবিলায় সরকারের তরফে বিশেষ টিকাদানের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু, সেই কর্মসূচি রুখতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিকার বিষয়ে ভুয়ো বার্তা ছড়ানো হয় বলে অভিযোগ। যার জেরে পশ্চিম উত্তরপ্রদেশের প্রায় একশোটির বেশি মাদ্রাসা রীতিমতো নির্দেশিকা জারি করে। নির্দেশ দেওয়া হয়, টিকা না নেওয়ার জন্য।

মেরঠের জেলা অধিকারিক জানিয়েছেন, কে বা কারা এই ভুয়ো বার্তা ছড়িয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু, বহু পড়ুয়া টিকা নিতে অস্বীকার করায় রীতিমতো সমস্যা তৈরি হয়েছে।

Advertisement

আরও পড়ুন: ভয়ঙ্কর! অসাংবিধানিক! ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ! নজরদারির অনুমতি দিয়ে বিরোধী তোপে কেন্দ্র

সাহারানপুরের মুখ্য স্বাস্থ্য কর্তা, বিএস সোদি জানিয়েছেন, ‘‘বেশ কিছু মাদ্রাসা রীতিমতো নির্দেশিকা জারি করে যাতে পড়ুয়ারা বাড়ির বাইরে না যায়।’’ তাঁর আশঙ্কা টিকা না দিতে পারায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়বে। বিষয়টি নিয়ে রাজ্য সরকার হস্তক্ষেপ করছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: জেলে লঙ্ঘিত মানবাধিকার! বন্দিরা মজুরির টাকা পাচ্ছে না, মেনে নিলেন কারামন্ত্রী

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। কোথা থেকে এই ভুয়ো বার্তা ছড়ালো তা খতিয়ে দেখা হচ্ছে।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement