National news

পণের জন্য খাবার, জল ছাড়া এক মাস বন্দি, মৃত্যু হল স্ত্রীর

ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের বরেলিতে। গ্রেফতার হয়েছেন স্বামী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ১৯:২৩
Share:

প্রতীকী ছবি।

তালাক দিয়েও ক্ষান্ত হননি। স্ত্রীকে ঘরের ভিতর অনাহারে এবং নির্জলা রেখেছিলেন স্বামী। স্বামীর হাত থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছিলেন বাপের বাড়ির লোকেরা। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। অসুস্থ হয়ে মৃত্যু হয় স্ত্রীর। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের বরেলিতে। গ্রেফতার হয়েছেন স্বামী।

Advertisement

ওই মহিলার নাম রাজিয়া। পরিবারের দাবি, তাঁর স্বামী নাইম দিল্লিতে জুতো কারখানার মালিক। ২০০৫ সালে তাঁদের বিয়ে হয়। তার পর থেকেই পণ চেয়ে চাপ দিতেন রাজিয়ার উপর। শারীরিক নির্যাতনও চালাতেন। গত এপ্রিল মাসে ফোনে রাজিয়াকে তালাক দেন তাঁর স্বামী। তার কিছু দিন পর বাড়ি ফিরে এসে তাঁকে মারধর করেন বলে অভিযোগ। এমনকি তাঁকে অনাহারে আটকে রাখেন একটি ঘরে। এমনকি তাঁকে জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি, অভিযোগ রাজিয়ার বোন তারার।

রাজিয়ার বোন জানান, এইভাবে প্রায় এক মাস ওই ঘরে আটকে ছিলেন রাজিয়া। এই খবর জানতে পেয়েই রাজিয়াকে উদ্ধার করে নিয়ে আসা হয়। রাজিয়া ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। চিকিৎসা করেও তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হচ্ছিল না।

Advertisement

আরও পড়ুন: জামিনে জেল থেকে বেরনোর পরেই খুন বনগাঁর ত্রাস

মঙ্গলবার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজিয়াকে। সেখানেই তাঁর মৃত্যু হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন