বিহারের বাইরে থাকতেও এখন রাজি সাহাবুদ্দিন

জামিনে বিহারের বাইরেও থাকতে রাজি বাহুবলী নেতা তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সাহাবুদ্দিন। আজ সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমনই জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ‘‘বিহারের বাইরেও থাকতে রাজি। কিন্তু জামিন রদ করবেন না।’’ সর্বোচ্চ আদালতে বিচারপতি পিনাকিরঞ্জন ঘোষ ও বিচারপতি অমিতাভ রায়ের ডিভিশন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১০
Share:

মহম্মদ সাহাবুদ্দিন

জামিনে বিহারের বাইরেও থাকতে রাজি বাহুবলী নেতা তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সাহাবুদ্দিন। আজ সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমনই জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ‘‘বিহারের বাইরেও থাকতে রাজি। কিন্তু জামিন রদ করবেন না।’’ সর্বোচ্চ আদালতে বিচারপতি পিনাকিরঞ্জন ঘোষ ও বিচারপতি অমিতাভ রায়ের ডিভিশন

Advertisement

বেঞ্চে আজ সাহাবুদ্দিনের আইনজীবীরা নিজেদের বক্তব্য রাখেন। সাহাবুদ্দিনের জামিন খারিজ সংক্রান্ত মামলার শুনানির পরে আগামীকাল এ নিয়ে রায় দেবে আদালত। আজ সকাল সাড়ে দশটা থেকে টানা দু’ঘন্টা সওয়াল করেন সাহাবুদ্দিনের আইনজীবীরা। সাহাবুদ্দিনের তরফে আইনজীবী রাম জেঠমালানির সওয়াল করার কথা থাকলেও পরে তা বাতিল হয়। আইনজীবী শেখর নাফ্রে সাহাবুদ্দিনের তরফে আদালতে হাজির ছিলেন।

সাহাবুদ্দিনের আইনজীবীদের দাবি, অ্যাসিড হত্যা মামলার সাক্ষী খুনের চার্জশিটে এই নেতাকে অভিযু্ক্ত করা হয়নি। এ ছাড়া, আদালতে সেই চার্জশিট পেশও করা হয়নি। কোনও আইনি কারণ ছাড়াই সিওয়ান জেল থেকে ভাগলপুর জেলে স্থানান্তরিত করা হয়েছে। সে কারণে ট্রায়ালও শুরু করতে পারেনি রাজ্য সরকার। সে কারণে জামিন রদ করা যেন না হয়।

Advertisement

এ দিকে, সাহাবুদ্দিনের জামিন বাতিলের সম্ভাবনা ঘিরে সিওয়ান জুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ। জেলায় ঢোকা সমস্ত গাড়ি তল্লাশি করা হচ্ছে। সিওয়ান সদরে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশের কম্যান্ডো বাহিনী ‘চিতা’কে সিওয়ানে নিয়ে যাওয়া হয়েছে। সাহাবুদ্দিনের গ্রামের বাড়ি প্রতাপপুরেও অন্য এলাকার বাসিন্দাদের আসা-যাওয়া নিয়ন্ত্রণ করা করছে পুলিশ। গত ৭ সেপ্টেম্বর পটনা হাইকোর্ট থেকে জামিন পান সাহাবুদ্দিন। গত ১০ সেপ্টেম্বর ভাগলপুর জেল থেকে ছাড়া পাওয়ার পরে প্রতাপপুর গ্রামেই রয়েছেন তিনি। বেশ কয়েক বছর পরে গ্রামের বাড়িতেই পরিবারের সকলের সঙ্গে ইদেও সামিল হন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন