দোষীর পাশেই আমলা সংগঠন

পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি বণ্টনে দুর্নীতিতে দোষী সাব্যস্ত হওয়ার পরও প্রাক্তন কয়লাসচিব এইচ সি গুপ্তর পাশে দাঁড়াল আইএএস-দের সংগঠন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮ ০১:৫১
Share:

পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি বণ্টনে দুর্নীতিতে দোষী সাব্যস্ত হওয়ার পরও প্রাক্তন কয়লাসচিব এইচ সি গুপ্তর পাশে দাঁড়াল আইএএস-দের সংগঠন। আইএএস অ্যাসোসিয়েশনের বক্তব্য, ‘সৎ আইএএস অফিসারদের কয়লা খনি কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়াটা দুর্ভাগ্যজনক। প্রশাসনের স্বার্থে সিদ্ধান্ত নিতে গিয়ে অফিসারদের দোষী সাব্যস্ত হওয়া আমলাতন্ত্রের কালো দিন। এই কঠিন সময়ে আমরা অফিসারদের পাশে রয়েছি।’

Advertisement

মনমোহন-সরকারের আমলে তিন বছর কয়লাসচিব ছিলেন গুপ্ত। সেই সময়েই শতাধিক কয়লা খনি বণ্টনে দুর্নীতির অভিযোগ ওঠে। যার মধ্যে বেসরকারি সংস্থাকে বর্ধমানের ময়রা ও মধুজোড় কয়লা খনি বিলির মামলাও ছিল। তাতেই শুক্রবার দোষী সাব্যস্ত হয়েছেন গুপ্ত ও আরও কয়েক জন প্রাক্তন আমলা। সৎ অফিসার হিসেবে পরিচিত গুপ্তকে কাঠগড়ায় তোলার পর আইএএস মহলের আশঙ্কা ছিল, সরকারি নীতিতে গলতির দায় সৎ আমলাকে নিতে হলে অফিসাররা ফাইলে সই করাই বন্ধ করে দিতে পারেন। আমলাদের সুরক্ষা দিতে মোদী সরকার দুর্নীতি দমন আইন সংশোধন করে। আর এক প্রাক্তন কয়লাসচিব অনিল স্বরূপ বলেন, ‘‘এই অবিচার রুখতে পরে আইন সংশোধন হলেও, তার আগেই গুপ্তকে দোষী সাব্যস্ত হতে হল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন