National News

শরীর পুরোপুরি ঢাকা ‘ভদ্র’ পোশাক পরতে হবে, ফতোয়া দিল্লি আইআইটি-র

শিক্ষা প্রতিষ্ঠানে ফের পোশাক নিয়ে ফতোয়া। এ বার দিল্লি আইআইটি-র এক হস্টেলে। আবাসিক ছাত্রীদের শরীর ঢাকা পাশ্চাত্য বা ভারতীয় ‘ভদ্র’ পোশাক পরতে হবে বলে ফতোয়া জারি করেছেন ওই হস্টেলের ওয়ার্ডেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ২০:৩৯
Share:

প্রতীকী ছবি।

শিক্ষা প্রতিষ্ঠানে ফের পোশাক নিয়ে ফতোয়া। এ বার দিল্লি আইআইটি-র এক হস্টেলে। আবাসিক ছাত্রীদের শরীর ঢাকা পাশ্চাত্য বা ভারতীয় ‘ভদ্র’ পোশাক পরতে হবে বলে ফতোয়া জারি করেছেন ওই হস্টেলের ওয়ার্ডেন। গত রবিবার এই নোটিশ জারির পরেই ক্ষোভে ফুঁসছে হস্টেলের ছাত্রীরা। পোশাক নিয়ে নীতি পুলিশের কড়াকড়িতে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতেও।

Advertisement

দিল্লি আইআইটি-র হিমাদ্রী হস্টেলের ওই নোটিশ জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, আগামী ২০ এপ্রিল হস্টেলের বার্ষিক অনুষ্ঠান হাউস ডে-তে কেবলমাত্র ‘ভদ্র’ পোশাকেই আসতে পারবেন ছাত্রীরা। কী রকম ‘ভদ্র’ পোশাক? নোটিশে বলা হয়েছে, পাশ্চাত্য বা ভারতীয় পোশাক পরলেও তাতে শরীর যেন পুরোপুরি ঢাকা থাকে। হাউস ডে-তে আবাসিক ছাত্রীরা এক ঘণ্টার জন্য বাইরের অতিথিদের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারেন। ওই অনুষ্ঠানের আগে এই নোটিশে একেবারে হতবাক ছাত্রীরা।

আরও পড়ুন

Advertisement

তাড়া করে থানায় ঢুকে মহিলাকে গুলি করে খুন!

এই নোটিশই জারি করেছেন হস্টেল কর্তৃপক্ষ। ছবি: ফেসবুক।

এই নোটিশ জারির পরেই ছাত্রীরা ‘পিঞ্জরা তোড়’ নামে এক সংগঠনের সঙ্গে তা শেয়ার করেন। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বহু দিন থেকেই সরব ওই সংগঠন। এ দিন ফেসবুকে সে নোটিশ শেয়ার করেছে ‘পিঞ্জরা তোড়’। এর পর থেকেই সমালোচনার ঝড় ওঠে ওই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। হস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে নীতি পুলিশির অভিযোগ করেছে ওই সংগঠন। তবে ফেসবুকে সমালোচনা পরেই ওই নোটিশ সরিয়ে নিয়েছে হস্টেল কর্তৃপক্ষ। যদিও কর্তৃপক্ষের দাবি, প্রতি বছরই মৌখিক ভাবে এ ধরনের নির্দেশ দেওয়া হয়। তবে চলতি বছরই তা লিখিত ভাবে নোটিশের আকারে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন