UPSC

পরীক্ষা পিছনো সম্ভব নয়, সুপ্রিম কোর্টে জানাল ইউপিএসসি

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়েছিলেন ২০ জন পরীক্ষার্থী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ১৪:৪৫
Share:

—ফাইল চিত্র।

অতিমারি পরিস্থিতি দেখা দিয়েছে বলে পরীক্ষা স্থগিত রাখা যাবে না। এ বার সুপ্রিম কোর্টে জানিয়ে দিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। সব ব্যবস্থা হয়ে গিয়েছে। পূর্ব নির্ধারিত ৪ অক্টোবরই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে দিল তারা।

Advertisement

নোভেল করোনাভাইরাসের প্রকোপে দেশ জুড়ে যে অতিমারি পরিস্থিতি দেখা দিয়েছে, তার মধ্যে পরীক্ষা নেওয়া কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ২০ জন পরীক্ষার্থী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়েছিলেন তাঁরা।

সে নিয়ে সোমবার ইউপিএসসি-কে নিজেদের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছিল আদালত। সেখানে বিচারপতি এএম খানউইলকরের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চের সামনে ইউপিএসসি জানিয়ে দেয়, সব ব্যবস্থা হয়ে গিয়েছে। এখন পরীক্ষা স্থগিত রাখা একেবারেই অসম্ভব।

Advertisement

আরও পড়ুন: গয়না বেচে খরচ চলছে, ঋণ শোধের সামর্থ্য নেই, আদালতে দাবি অনিল অম্বানীর

বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করে আগামী কালের মধ্যে ইউপিএসসি-কে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। বুধবার বিষয়টি নিয়ে ফের শুনানি হবে।

আরও পড়ুন: মোরাটরিয়ামের চূড়ান্ত পরিকল্পনা দিতে কেন্দ্রকে ৭ দিন সময় দিল সুপ্রিম কোর্ট

এ বছর প্রায় ৬ লক্ষ পরীক্ষার্থী ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় বসছেন। দেশের ৭২টি শহরের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এর আগে, গত ৩১ মে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ ভাইরাসের জেরে উদ্ভুত অতিমারির জেরে পরীক্ষা স্থগিত রাখতে হয়। এর পর ৫ জুন ফের নয়া সময়সূচি প্রকাশ করে ৪ অক্টোবর পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে দেয় ইউপিএসসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন