National News

আগামী ১২ বছরে জাপানকে টপকে অর্থনীতিতে ভারত হবে তৃতীয়, বলছে রিপোর্ট

এইচএসবিসি হোল্ডিংসের সাম্প্রতিক রিপোর্ট এই তথ্য দিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৭:২৫
Share:

প্রতীকী ছবি।

শক্তিশালী অর্থনীতির নিরিখে আগামী ১২ বছরে মধ্যে জাপানকে টপকে ভারত তৃতীয় স্থানে উঠে আসবে। আর আমেরিকাকে তালিকায় দু’নম্বরে ঠেলে দিয়ে শীর্ষে চলে যাবে চিন। ভারতের পরে থাকবে যথাক্রমে জাপান, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ব্রাজিল, ইতালি ও দক্ষিণ কোরিয়া।

Advertisement

এইচএসবিসি হোল্ডিংসের সাম্প্রতিক রিপোর্ট এই তথ্য দিয়েছে।

ওই রিপোর্ট বলছে, কর্মক্ষম মানুষের সংখ্যায় ওই সময় চিন এতটাই এগিয়ে যাবে যে তা আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের মতো উন্নত দেশগুলিকে চিন্তায় ফেলে দেবে।

Advertisement

এইচএসবিসি-র ওই রিপোর্টের পূর্বাভাস, আর ১২ বছরের মধ্যে চিনের অর্থনীতির পরিমাণ হবে ২৬ লক্ষ কোটি মার্কিন ডলার। পক্ষান্তরে, আমেরিকা ও ভারতের অর্থনীতির পরিমাণ হবে যথাক্রমে ২৫ লক্ষ ২০ হাজার কোটি ও ৫ লক্ষ ৯০ হাজার কোটি মার্কিন ডলার।

আরও পড়ুন- আধারে ধাক্কা খেল কেন্দ্র, ব্যাঙ্ক-মোবাইলে বাধ্যতামূলক নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের​

আরও পড়ুন- ভুল দিশায় বড়সড় লাফ দিয়েছে ভারত : অমর্ত্য সেন​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন