National News

কাশ্মীরে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাবর্ষণ পাক সেনার

৪৮ ঘণ্টার মধ্যেই ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। সেনা সূত্রে খবর, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটিতে বিনা প্ররোচনায় গোলাবর্ষণ শুরু করে পাক সেনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ১০:৪৩
Share:

—ফাইল চিত্র।

৪৮ ঘণ্টার মধ্যেই ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান।

Advertisement

সেনা সূত্রে খবর, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটিতে বিনা প্ররোচনায় গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত গোলাগুলি চলে। যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাও। দিন দু’য়েক আগে এই একই জায়গায় সেনার টহলদারী বাহিনীর উপর হামলা চালায় পাক সেনার বর্ডার অ্যাকশান টিম (ব্যাট)। হামলায় নিহত হন দুই ভারতীয় জওয়ান। জখম হন আরও এক জন। অভিযোগ, এর পর ওই দুই সেনার মুণ্ডচ্ছেদ করে পাক সেনা।

আরও পড়ুন

Advertisement

হানায় হাত কি লস্করের

ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ দিন ফের রকেট ও মর্টার নিয়ে নিয়ন্ত্রণ রেখায় হামলা চালায় পাক সেনা। এর আগেও কোনও রকম প্ররোচনা ছাড়াই কৃষ্ণা ঘাঁটির দু’টি চৌকিতে হামলা চালানো হয়েছিল। ওই ঘটনার তীব্র নিন্দা করে ভারত। যদিও ঘটনার কথা অস্বীকার করে পাকিস্তান। ভারতের দাবি, পরিকল্পিকত ভাবেই ওই হামলা করা হয়েছিল। বিএসএফের তরফে জানানো হয়েছে, সে দিন নিয়ন্ত্রণরেখা পেরিয়ে প্রায় ২৫০ মিটার ভিতরে ঢুকে পড়েছিল পাক সেনা। ওই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও জানায় ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন