Rajasthan

রাজস্থানের পুরভোটে ধাক্কা বিজেপির, বেশি আসন কংগ্রেসের

মোট ১২টি জেলায় ৫০টি পুরবোর্ডের নির্বাচন হয়েছিল রাজস্থানে। যার ফল প্রকাশিত হয় রবিবার। ১৭৭৫টি আসনের মধ্যে ১৭৭৪টি আসনের ফল ঘোষিত হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ১৩:২৯
Share:

মোট ১২টি জেলায় ৫০টি পুরবোর্ডের নির্বাচন হয়েছিল রাজস্থানে। যার ফল প্রকাশিত হয় রবিবার। ফল ঘোষণার পর উচ্ছ্বসিত কংগ্রেস কর্মীরা। ছবি:পিটিআই

সম্প্রতি হায়দরাবাদের পুরভোটে বিপুল শক্তি বাড়ালেও রাজস্থানের পুরভোটে ধাক্কা খেল বিজেপি।

Advertisement

আসন সংখ্যার বিচারে তৃতীয় স্থানে চলে গেল নরেন্দ্র মোদী-অমিত শাহের দল। সবচেয়ে বেশি আসন পেয়ে প্রথম স্থানে কংগ্রেস। দ্বিতীয় স্থানে নির্দল প্রার্থীরা। এখনও বোর্ড গঠন বাকি। তবু এই ফলাফলে উচ্ছ্বসিত কংগ্রেস নেতৃত্ব।

মোট ১২টি জেলায় ৫০টি পুরবোর্ডের নির্বাচন হয়েছিল রাজস্থানে। যার ফল প্রকাশিত হয় রবিবার। ১৭৭৫টি আসনের মধ্যে ১৭৭৪টি আসনের ফল ঘোষিত হয়েছে। তার মধ্যে কংগ্রেস পেয়েছে ৬২০টি, নির্দল প্রার্থীরা পেয়েছেন ৫৯৫টি ও বিজেপি পেয়েছে ৫৪৮টি আসন। ফলাফল দেখেই স্পষ্ট, বোর্ড গঠনের ক্ষেত্রে নির্দল প্রার্থীরাই ‘কিং মেকার’ হতে চলেছেন।

Advertisement

ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পরেই টুইট করে কংগ্রেস কর্মী সমর্থক ও রাজস্থানবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। লিখেছেন, ‘‘রাজস্থানবাসীদের ধন্যবাদ জানাই। কারণ তাঁরা কংগ্রেসকে সমর্থন করেছেন। শুভেচ্ছা জানাই কংগ্রেস কর্মীদের, যাঁরা লড়াই করে এই নির্বাচনে জয় পেয়েছেন।’’

রাজস্থান প্রদেশ কংগ্রেসের সভাপতি গোবিন্দসিংহ দোতাসরার দাবি, ৫০টি পুরসভার মধ্যে ৪১টি-তে বোর্ড গঠন করবে কংগ্রেস। বলেছেন, ‘‘কৌশল অনুসারে কংগ্রেস বেশ কয়েকটি আসনে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিল। সেগুলিতে জয় পেয়েছেন তাঁরা। শেষ বার ৩৪টি পুরসভায় বোর্ড তৈরি করেছিল বিজেপি, এবার সেই সংখ্যাটা এসে দাঁড়াবে ৯-এ।’’

যদিও এই ফলাফলকে হার হিসেবে দেখতে নারাজ গেরুয়া শিবির। বিজেপির মুখপাত্র মুকেশ পারেখের দাবি, কতগুলি বোর্ড কোনদল গঠন করবে, সেটা এখনই বলা ঠিক হবে না। তিনি বলেছেন, ‘‘সময় দিন, দেখা যাবে কোন দল কটি বোর্ড গঠন করে। নির্বাচনে বিজেপি ও নির্দল প্রার্থীরা মিলিয়ে বেশি আসনে জয় পেয়েছেন। অর্থাৎ ফলাফল কংগ্রেসের বিরুদ্ধে গিয়েছে।’’

এই তিন পক্ষ ছাড়াও ভোটের ফলে দেখা গিয়েছে, বিএসপি পেয়েছে সাতটি আসন, দুটি করে আসন জিতেছে সিপিআই ও সিপিএম, একটি আসন জিতেছে আরএলপি।

আরও পড়ুন: পার্টি থেকে ফেরার সময় গড়ফায় পথচারীকে পিষে মারলেন মদ্যপ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

আরও পড়ুন: ব্যবসা বাড়াতে বজরং দলের প্রতি নরম ছিল ফেসবুক, দাবি​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন