India

জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারত-পাক ডিজিএমও পর্যায়ে বৈঠক

সেনা সূত্রে খবর, এ দিনের বৈঠকে জঙ্গি মতদ প্রসঙ্গে ইসলামাবাদের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দেন ভারতের ডিজিএমও একে ভট্ট।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ১৮:১১
Share:

প্রতীকী ছবি।

ক্রমাগত বাড়তে থাকা জঙ্গি কার্যকলাপ মোকালিকায় ডিজিএমও (ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন) পর্যায়ের বৈঠকের অনুরোধ এসেছিল ইসলামাবাদের তরফে। সেই অনুরোধে সাড়া দিয়ে সোমবার ভারত-পাকিস্তানের ডিজিএমও-রা মিলিত হলেন বিশেষ এক বৈঠকে।

Advertisement

সেনা সূত্রে খবর, এ দিনের বৈঠকে জঙ্গি মতদ প্রসঙ্গে ইসলামাবাদের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দেন ভারতের ডিজিএমও একে ভট্ট।

সেনা সূত্রে খবর, সম্প্রতি ইসলামাবাদের তরফে বৈঠকের অনুরোধ আসে। যদিও এ দিনের বৈঠকের জন্য আগে থেকে কেনও দিন ঠিক ছিল না বলেও জানিয়েছেন ভট্ট। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, এ দিনের বৈঠতে পাক ডিজিএমও-কে সম্প্রতি সময় জঙ্গি হামলার বিস্তারিত তথ্য তুলে দেন ভট্ট। যে ভাবে জঙ্গিরা পাকিস্তানের মাটি ব্যবহার করে তাদের কার্যসিদ্ধি করছে, সে বিষয়েও ক্ষোভ জানান ভট্ট।

Advertisement

আরও পড়ুন: কাশ্মীরে স্বায়ত্তশাসন প্রশ্নে কংগ্রেসকে তির মোদীর

একই সঙ্গে ভট্ট জানিয়েছেন, ভারতীয় সেনারা পাক নাগরিকদের বিষয়ে অত্যন্ত মানবিক। যাতে কখনই সেনাবাহিনীর গুলিতে কোনও পাক নাগরিকের প্রাণ না যায়, সে দিকেও সর্বদা সতর্ক ভারতীয় সেনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন