বৈঠক খারিজ করে দিল, কুলভূষণে কড়া নয়াদিল্লি

ভারত-পাকিস্তান সম্পর্কে আরও অবনতি। কুলভূষণ যাদবের প্রাণদণ্ডের প্রতিবাদে সমুদ্র নিরাপত্তা নিয়ে দু’দেশের বৈঠক খারিজ করে দিল নয়াদিল্লি। এই টানাপড়েনের মধ্যেই আরও ৩ জন ‘র-এর এজেন্ট’কে গ্রেফতারের দাবি জানাল ইসলামাবাদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭ ০৩:৩৯
Share:

ভারত-পাকিস্তান সম্পর্কে আরও অবনতি। কুলভূষণ যাদবের প্রাণদণ্ডের প্রতিবাদে সমুদ্র নিরাপত্তা নিয়ে দু’দেশের বৈঠক খারিজ করে দিল নয়াদিল্লি। এই টানাপড়েনের মধ্যেই আরও ৩ জন ‘র-এর এজেন্ট’কে গ্রেফতারের দাবি জানাল ইসলামাবাদ।

Advertisement

উরি-পঠানকোট হামলা, সার্জিকাল স্ট্রাইকের ছায়া থেকে বেরিয়ে এসে ভারত-পাকিস্তানের কূটনীতিকরা নতুন করে যোগাযোগের রাস্তা তৈরি করছিলেন। দু’দিক থেকেই বন্দি মুক্তির মতো পদক্ষেপে তার ইঙ্গিত মিলছিল। ইসলামাবাদে সিন্ধু জল কমিশনের বৈঠকও হয়। তার পরই দু’দেশের সমুদ্র নিরাপত্তা বাহিনীর বৈঠকের পরিকল্পনা হয়েছিল। জুনে কাজাখস্তানের আস্তানা শহরে ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’-এর সম্মেলনে নরেন্দ্র মোদী ও নওয়াজ শরিফের বৈঠকের চেষ্টাও হচ্ছিল। সেই প্রক্রিয়া ফের শিকেয় উঠল।

সোমবার থেকে দু’দেশের সমুদ্র নিরাপত্তা সংস্থার বৈঠক হওয়ার কথা ছিল। রবিবার পাকিস্তানের একটি প্রতিনিধি দলের দিল্লি আসার কথা ছিল। কুলভূষণকে নিয়ে পাকিস্তানের অবস্থানে ক্ষুব্ধ দিল্লি জানিয়ে দিয়েছে, এখন আলোচনা সম্ভব নয়।

Advertisement

আরও পড়ুন: বিজেপির নতুন ডাক ‘বিরোধী-মুক্ত’ ভারত

ভারতের অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসার কুলভূষণকে র-এর এজেন্ট অভিযোগে আটক করে ফাঁসির সাজা শুনিয়েছে পাক সামরিক আদালত। এ পর্যন্ত ১৪ বার অনুরোধ করা হলেও ভারতের কূটনীতিকদের তাঁর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। এরই মধ্যে আজ তিন জন ‘র এজেন্ট’কে গ্রেফতারের দাবি করেছে পাক-প্রশাসন। ৩ জনেই পাক অধিকৃত কাশ্মীরের আব্বাসপুরের বাসিন্দা। পাকিস্তানের দাবি, ‘র-এর এই এজেন্ট’রা চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর-এ নাশকতা করার মতলবে ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন