দেশ সহিষ্ণু, টিভি শোয়ে মত আমিরের

ফের অসহিষ্ণুতা নিয়ে একটি টিভি শো-তে মুখ খুললেন বলিউড অভিনেতা আমির খান। তিনি বললেন, ‘‘আমাদের দেশ খুবই সহিষ্ণু। সমস্যা শুধু কিছু মানুষকে নিয়ে। তারা ঘৃণা ছড়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানাই, তাদের নিয়ন্ত্রণ করুন।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ০২:৩৩
Share:

ফের অসহিষ্ণুতা নিয়ে একটি টিভি শো-তে মুখ খুললেন বলিউড অভিনেতা আমির খান। তিনি বললেন, ‘‘আমাদের দেশ খুবই সহিষ্ণু। সমস্যা শুধু কিছু মানুষকে নিয়ে। তারা ঘৃণা ছড়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানাই, তাদের নিয়ন্ত্রণ করুন।’’

Advertisement

অসহিষ্ণুতা বিতর্কের ঝড়ে আমির ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ খুইয়েছেন। যদিও সরকারের যুক্তি ছিল, চুক্তি শেষ হয়ে গিয়েছিল আমিরের সঙ্গে। সেই প্রসঙ্গেও মুখ খোলেন আমির। ওই অনুষ্ঠানেই বললেন, দেশ তাঁর কাছে মা। কোনও ব্র্যান্ড নয়। দেশকে সেই নজরে দেখেন না তিনি। আর তাই টানা ১০ বছর ওই বিজ্ঞাপনে কাজ করলেও পারিশ্রমিক নেননি কখনও। ভবিষ্যতেও করবেন না। যে চ্যানেলের অনুষ্ঠানে আমির এ দিন মুখ খোলেন সেটির তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে তাঁর বক্তব্য। আমির অবশ্য এটুকু বলেই থেমে থাকেননি। তিনি আরও বলেন, মানুষ তখনই নিরাপদ বোধ করে যখন দ্রুত সুবিচার মেলে। নির্বাচিত জনপ্রতিনিধিদের তার জন্য সরব হতে হবে। ওই অভিনেতার কথায়, ‘‘আইন সবার জন্য সমান। কেউই আইনের উর্ধ্বে নয়। এটা খুবই দুর্ভাগ্যজনক যে এমন কিছু মানুষ রয়েছেন যারা সব সময় ঘৃণা ছড়ান।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন