প্রতিরক্ষা খাতে ইজরায়েলের সঙ্গে বড়সড় চুক্তি করল ভারত। ২০০ কোটি ডলারের অস্ত্রচুক্তি করল ভারত। ভারতের নিরাপত্তা খাতে এত বড়সড় অস্ত্রচুক্তি এর আগে হয়নি।
ইজরায়েল অ্যারোস্পেস ইন্ডাজট্রিজ এক বিবৃতিতে জানিয়েছে, ২০০ কোটি ডলারের অস্ত্রচুক্তিতে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, লঞ্চার এবং কমিউনিকেশন টেকনোলজি ভারতকে সরবরাহ করবে তারা। ভারতের নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে আনা হচ্ছে দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র।
আরও খবর: শব্দ নকল করছে আইনস্টাইন! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ভারত ইতিমধ্যেই সোভিয়েত জমানার অস্ত্রগুলির আধুনিকীকরণের কাজ শুরু করে দিয়েছে। তার উপর ইজরায়েলের সঙ্গে এত বড় অস্ত্রচুক্তি ভারতের নিরাপত্তা ব্যবস্থায় জোয়ার আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।