ফের জলপথে হানার ছক পাক জঙ্গিদের, দাবি নৌসেনা প্রধানের

পুলওয়ামায় জইশ-ই-মহম্মদের জঙ্গি হামলার স্মৃতি এখনও টাটকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০৪:০৮
Share:

সুনীল লানবা

পাকিস্তানি জঙ্গিরা ফের ২৬/১১-র ধাঁচে সমুদ্র-পথে এসে হামলার ছক কষছে বলে দাবি করলেন নৌসেনা প্রধান সুনীল লানবা।

Advertisement

পুলওয়ামায় জইশ-ই-মহম্মদের জঙ্গি হামলার স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই আজ নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা জানালেন, ‘‘আমাদের কাছে রিপোর্ট রয়েছে, বিভিন্ন রকম হামলার জন্য সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তার মধ্যে সমুদ্র পথও রয়েছে।’’

এগারো বছর আগে, ২০০৮-এর ২৬ নভেম্বর আজমল কসাব-সহ ১০ জন পাকিস্তানি লস্কর জঙ্গি সমুদ্র পথেই মুম্বইয়ে হানা দিয়েছিল। ওই হামলার জন্যও হাফিজ সইদের লস্কর-ই-তইবা কসাবদের বিশেষ ভাবে প্রশিক্ষণ দিয়েছিল। পুলওয়ামার হামলার জেরে বালাকোটে বায়ুসেনার প্রত্যাঘাতের পরে নরেন্দ্র মোদী সরকার জানিয়েছিল, সেই জইশ শিবিরে ভারতে ফের ফিদায়েঁ বা আত্মঘাতী হামলার জন্য প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছিল।

Advertisement

আজ দিল্লিতে এক অনুষ্ঠানে অ্যাডমিরাল লানবা পাকিস্তানের দিকে ইঙ্গিত করে বলেন, ‘‘পুলওয়ামার হামলায় সন্ত্রাসবাদীদের এমন একটি দেশ মদত দিয়েছিল, যারা ভারতে অস্থিরতা তৈরি করতে চায়। ভারতে যে ভাবে অন্য রাষ্ট্রের মদতে পুষ্ট সন্ত্রাস চলেছে, তা যথেষ্ট গুরুতর। তা নিয়ে ভারতের সঙ্গে গোটা বিশ্বকেই ভাবতে হবে।’’ তিনি বলেন, ‘‘আমরা দেখেছি, কীভাবে সন্ত্রাসবাদী সংগঠনগুলি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিশেষ এক ধরনের সন্ত্রাস অদূর ভবিষ্যতে বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement