National news

এ বার উড়ে অফিস! বেঙ্গালুরুতে চালু হতে চলেছে চপার পরিষেবা

এই প্রথম বেঙ্গালুরুতে থাম্বি অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের উদ্যোগে চপার পরিষেবা চালু হতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৩ মাসের মধ্যেই এই পরিষেবা চালু হয়ে যাবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৭ ১৬:১২
Share:

প্রতীকী ছবি।

অফিস যেতে আর কালঘাম ছোটাতে হবে না। ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে আটকে পড়ার হয়রানি পোহাতে হবে না। কেমপেগৌদা বিমানবন্দর থেকে এ বার উড়ে অফিস পৌঁছে যেতে পারবেন বেঙ্গালুরুর ইলেক্ট্রনিক্স সিটির তথ্যপ্রযুক্তি কর্মীরা। কারণ, এই প্রথম বেঙ্গালুরুতে থাম্বি অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের উদ্যোগে চপার পরিষেবা চালু হতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৩ মাসের মধ্যেই এই পরিষেবা চালু হয়ে যাবে।

Advertisement

তবে এখনও পর্যন্ত শুধুমাত্র কেমপেগৌদা বিমানবন্দর থেকে ইলেক্ট্রনিক্স সিটি পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে। পরে চাহিদা এবং পরিকাঠামো বুঝে আস্তে আস্তে বেঙ্গালুরুর অন্য সেক্টরগুলিতেও তা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিমান পরিবহন প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা।

আরও পড়ুন:

Advertisement

আর্মাডিলোর খোলসে ধাক্কা খেয়ে ফিরল গুলি, লাগল গিয়ে শিকারীর চোয়ালে

এফবিআই জালে ওয়ানাক্রাই-হিরো

শুক্রবার থাম্বি অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের এক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানেই তিনি এ কথা বলেন তিনি। তিনি আরও জানান, কেমপেগৌদা বিমানবন্দর থেকে ইলেক্ট্রনিক্স সিটি পর্যন্ত যেতে গাড়িতে সময় লাগে ২ থেকে আড়াই ঘণ্টা। যেখানে হেলিকপ্টার করে মাত্র ১৫ মিনিটেই এই দূরত্ব অতিক্রম করা যাবে। তবে প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা সেখানে থাম্বি অ্যাভিয়েশনকে ভাড়ার বিষয়টি নিয়েও ভাবনা-চিন্তা করতে বলেছেন। খুব বেশি ভাড়া হলে যে যাত্রীরা রোজকার যাতায়াতে এই পরিষেবার সুযোগ নিতে পারবেন না তা মনে করিয়ে দিয়ে থাম্বি অ্যাভিয়েশনকে তাঁর অনুরোধ, এসি ক্যাবের কাছাকাছি যাতে চপারের ভাড়া রাখা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন