national news

চিনের অস্বস্তি বাড়িয়ে ফের নির্ভুল লক্ষ্যে আঘাত হানল অগ্নি-৪

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা-নিরীক্ষা নির্মাতাদের তরফে অনেক আগেই শেষ হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

বালেশ্বর শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ২০:৩৪
Share:

‘অগ্নি-৪’ এর সফল উৎক্ষেপণ। রবিবার, বালেশ্বরে। ছবি- পিটিআই।

আরও এক বার সফল উৎক্ষেপণ হল অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের। রবিবার ওড়িশা উপকূলের এপিজে আবদুল কালাম আইল্যান্ড থেকে ছোড়া হয়েছে ভূমি-থেকে-ভূমি ক্ষেপণাস্ত্রটি। নির্ভুল লক্ষ্যে নিখুঁত আঘাত হেনেছে অগ্নি-৪, খবর সেনাবাহিনী সূত্রের।

Advertisement

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা-নিরীক্ষা নির্মাতাদের তরফে অনেক আগেই শেষ হয়েছে। ক্ষেপণাস্ত্রটিকে ভারতের সশস্ত্র বাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কম্যান্ডের( এসএফসি) হাতে তুলে দেওয়াও হয়েছে। তবে এখনও পুরোদস্তুর ব্যবহারের জন্য বাহিনীতে মোতায়েন হয়নি অগ্নি-৪। মোতায়েন করার আগে ক্ষেপণাস্ত্রটিকে পরীক্ষামূলক ভাবে ব্যবহার করছে সেনা। এ দিন সপ্তম বারের জন্য অগ্নি-৪ ছুড়ল ভারতীয় বাহিনী। ক্ষেপণাস্ত্রের সাফল্যে বাহিনীর কর্তারা উচ্ছ্বসিত।

৪০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল (আইআরবিএম) অগ্নি-৪। মোবাইল লঞ্চার থেকে এই ক্ষেপণাস্ত্রটি ছোড়া যায় বলে ভারতের যে কোনও প্রান্ত থেকে বাহিনী এই ক্ষেপণাস্ত্রটিকে নিক্ষেপ করতে পারে। অর্থাৎ চিনের যে কোনও গুরুত্বপূর্ণ শহরে আঘাত রাখার ক্ষমতা রাখে ভারতের এই পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রটি। অগ্নি-৩ ক্ষেপণাস্ত্রটি যে দিন তৈরি করেছিল ভারত, সে দিনই চিনের সব গুরুত্বপূর্ণ এলাকা ভারতীয় ক্ষেপণাস্ত্রের নাগালে চলে এসেছিল। সেই অগ্নি-৩-এরই আরও উন্নত সংস্করণ এই অগ্নি-৪। অতএব এই ক্ষেপণাস্ত্রের প্রতিটি সফল উৎক্ষেপণই চিনের অস্বস্তির কারণ বলে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন।

Advertisement

আরও পড়ুন- প্রথম উৎক্ষেপণেই তীব্র উদ্বেগ প্রকাশ করেছিল চিন, জেনে নিন অগ্নি-৫ ঠিক কী?​

আরও পড়ুন- ‘অগ্নি ৫’-এর সফল উত্‌ক্ষেপণ করল ভারত​

১৭ টন ওজনের ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ ২০ মিটার। ১৫ হাজার থেকে ২৫ হাজার টন ওজনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৪।

রবিবার সকাল ৮টা ৩৫ মিনিট নাগাদ এপিজে আবদুল কালাম আইল্যান্ড থেকে অগ্নি-৪ ছোড়া হয়েছিল। ক্ষেপণাস্ত্রটির গতিবিধির প্রতিটি পর্যায়ের উপরে নজর রাখতে ওড়িশা উপকূল বরাবর অনেকগুলি এলাকায় রাডার এবং ইলেক্ট্রো-অপটিক্যাল সিস্টেম রাখা হয়েছিল। বঙ্গোপসাগরের বুকে যে লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা ছিল ক্ষেপণাস্ত্রটির তার কাছাকাছি এলাকায় নৌসেনার দু’টি জাহাজও নোঙর করে রাখা হয়েছিল। নিবিড় নজরদারির পরে সেনা সূত্রে জানানো হয়েছে, উৎক্ষেপণস্থল থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত যাত্রাপথে সব রকম মাপকাঠিতে নিখুঁত ভাবে উতরে গিয়েছে অগ্নি-৪।

গত ২ জানুয়ারিও এই উৎক্ষেপণস্থল থেকে অগ্নি-৪-এর সফল উৎক্ষেপণ হয়েছিল। এই নিয়ে চলতি বছরে দ্বিতীয় বার নির্ভুল লক্ষ্যে আঘাত হানল অগ্নি-৪।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন