মাসুদ নিয়ে তৎপর দিল্লি

পাকিস্তানের মিত্র চিনের আপত্তিতে সেই চেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরুদ্দিন বলেন, ‘‘বিষয়টি এখন রাষ্ট্রপুঞ্জের সংশ্লিষ্ট কমিটির বিচারাধীন। আমাদের আশা তারা দ্রুত পদক্ষেপ করবে।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৩০
Share:

জইশ ই মহম্মদ প্রধান মৌলানা মাসুদ।

আগে বার বার ব্যর্থ হয়েছে চেষ্টা। কিন্তু আজ ভারত জানিয়ে দিল, জইশ ই মহম্মদ প্রধান মৌলানা মাসুদকে নিষিদ্ধ করার জন্য ফের রাষ্ট্রপুঞ্জে দরবার করা হবে। পঠানকোট হামলার পর থেকেই পাক জঙ্গি নেতা মাসুদকে রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ তালিকার অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছে দিল্লি। কিন্তু পাকিস্তানের মিত্র চিনের আপত্তিতে সেই চেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরুদ্দিন বলেন, ‘‘বিষয়টি এখন রাষ্ট্রপুঞ্জের সংশ্লিষ্ট কমিটির বিচারাধীন। আমাদের আশা তারা দ্রুত পদক্ষেপ করবে।’’ সেইসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘সুবিচার না হওয়া পর্যন্ত মাসুদের পিছু ছাড়বে না ভারত।’’

Advertisement

সাউথ ব্লকের একাংশের মতে, সম্প্রতি ব্রিকস সম্মেলনের পরে বিবৃতিতে লস্কর, জয়েশের নাম উল্লেখ করায় সম্মতি দিয়েছে চিন। সন্ত্রাস প্রশ্নে তারা যে কিছুটা হলেও অবস্থান বদলাতে বাধ্য হয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ফলে এ বার মাসুদকে নিষিদ্ধ করার পথে বেজিং বাধা হয়ে নাও দাঁড়াতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন