‘অনুমানের ভিত্তিতে সংখ্যা নয়’

পাকিস্তানের আকাশে ঢুকে ভারতীয় বায়ুসেনার আক্রমণে কত জন জঙ্গি নিহত হয়েছে, সেই সংখ্যা স্পষ্ট করল না কেন্দ্র। আজ সর্বদল বৈঠকে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এ নিয়ে নির্দিষ্ট তথ্য দেননি বলে বিরোধী দলগুলির দাবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৩৫
Share:

পাকিস্তানের আকাশে ঢুকে ভারতীয় বায়ুসেনার আক্রমণে কত জন জঙ্গি নিহত হয়েছে, সেই সংখ্যা স্পষ্ট করল না কেন্দ্র। আজ সর্বদল বৈঠকে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এ নিয়ে নির্দিষ্ট তথ্য দেননি বলে বিরোধী দলগুলির দাবি। বিদেশসচিব বিজয় গোখলেও নিহতের সংখ্যা জানাননি। তবে সেনার কিছু সূত্রে, ৩০০ জঙ্গির মৃত্যুর কথা বলা হয়েছে।
পাকিস্তানের মাটিতে অভিযান নিয়ে আজ সর্বদল বৈঠক করেন বিদেশমন্ত্রী। উপস্থিত সব দলের প্রতিনিধিরাই ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়েছেন। সূত্রের খবর, বৈঠকে বিরোধী নেতারা প্রশ্ন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবর নিয়ে প্রশ্ন তোলেন। যে খবরে দাবি করা হয়েছে, বায়ুসেনার বোমায় এক জন আহত হয়েছেন। ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বৈঠকের পর টুইটে জানান, সরকারের তরফে স্পষ্ট বলা হয়েছে, এখনই অনুমানের ভিত্তিতে তারা নিহতের সংখ্যা জানাতে চায় না। ওমর তাঁর টুইটে আরও জানিয়েছেন, সর্বদল বৈঠকে সরকার জানিয়েছে, জঙ্গি ঘাঁটিতে কত জন জঙ্গি ছিল তার একটা গোয়েন্দা রিপোর্ট ছিল। কিন্তু হামলায় কত জন নিহত হয়েছে এবং নিহতদের পরিচয় সম্পর্কে কোনও সুনির্দিষ্ট প্রমাণ নেই। তাঁর কথায়, ‘‘যাঁরা নিহতের সংখ্যা তিনশো ছাড়িয়েছে বলছেন, তার কোনও ভিত্তি নেই। সরকারের কাছে সঠিক তথ্য থাকলে তা আমাদের জানানো হত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন