Indian Air Strike

প্রত্যাঘাতের পর তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক মোদীর

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি কনভয়ে হামাল চালায় পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৫১
Share:

নরেন্দ্র মোদী।—ফাইল চিত্র।

হামলার জবাবে প্রত্যাঘাত করা গিয়েছে। তবে বসে নেই পাকিস্তানও। সময়মতো জবাব দেবে বলে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে তারা। তাই প্রত্যাঘাতের কয়েক ঘণ্টা পরই দেশের তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠক সেরে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Advertisement

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি কনভয়ে হামাল চালায় পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। তাতে প্রাণ হারান ৪৯ জন জওয়ান। সেই ঘটনার ১১দিন পর, মঙ্গলবার ভোরে পাকিস্তানে বোমাবর্ষণ করে বায়ুসেনা। গুঁড়িয়ে দেয় বহু জঙ্গিঘাঁটি।

এই ঘটনায় তেড়েফুঁড়ে উঠেছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় বায়ুসেনা সেখানে পা রেখেছে। সময়মতো উপযুক্ত জবাব দেবে বলে ঘোষণা করে তারা। তার পরই রাজস্থানে সভা সেরে দিল্লি ফিরে আসেন প্রধানমন্ত্রী মোদী। সেনাপ্রধান বিপিন রাওয়াত, বায়ুসেনাপ্রধান বীরেন্দ্র সিংহ ধানোয়া এবং নৌসেনাপ্রধান সুনীল লাম্বার সঙ্গে বৈঠক সারেন। দেশের নিরাপত্তা সর্বত্র নিশ্চিত করতে বলেন তাঁদের।

Advertisement

আরও পড়ুন: ফের নিয়ন্ত্রণ রেখায় গোলাবর্ষণ পাক সেনার​

আরও পড়ুন: দেশ নিরাপদ হাতে রয়েছে, মাথা নত হতে দেব না: প্রত্যাঘাতের পরে বললেন মোদী​

তিন বাহিনীর প্রধানের সঙ্গে এ দিন বৈঠক সারেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমনও। পুলওয়ামায় হামলার পরে এমনিতেই জম্মু-কাশ্মীরের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। উপত্যকার পাশাপাশি দেশের অন্যান্য জায়গার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। সবকিছু খতিয়ে দেখে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং অর্থমন্ত্রী অরুণ জেটলিকে সবিস্তার রিপোর্ট দেবেন তাঁরা।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন