National news

পাক বাঙ্কার উড়িয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ছে ভারতীয় সেনা, ভিডিও ভাইরাল

নিয়ন্ত্রণরেখার এপার থেকে একটা করে বোমা ছুড়ছে, আর সীমান্তের ওপারে পাক সেনাদের বাঙ্কার গুড়িয়ে যাচ্ছে। সাফল্যের উচ্ছ্বাসে ফেটে পড়ছে ভারতীয় সেনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মে ২০১৭ ১৮:০৪
Share:

ছবি ইউটিউব ভিডিও-র সৌজন্যে।

নিয়ন্ত্রণরেখার এপার থেকে একটা করে বোমা ছুড়ছে, আর সীমান্তের ওপারে পাক সেনাদের বাঙ্কার গুড়িয়ে যাচ্ছে। সাফল্যের উচ্ছ্বাসে ফেটে পড়ছে ভারতীয় সেনা।

Advertisement

সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। কবে, নিয়ন্ত্রণরেখার কোন অংশ থেকে ভারতীয় সেনা এই হামলা চালিয়েছিল সে সম্বন্ধে কোনও নিশ্চিত তথ্য জানা যায়নি।

তবে সেনা সূত্রে খবর, এটা সম্ভবত এপ্রিল মাসের ঘটনা। যে সময়ে পুঞ্চ এবং রাজৌরি সীমান্তে পর পর সাতবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা। সেই সময়েই পাল্টা হামলা চালায় ভারত।

Advertisement

ভিডিও-টি মাত্র ১ মিনিট ৪১ সেকেন্ডের। তাতে কোনও সেনাকে দেখা যায়নি। শুধু দেখা যাচ্ছে, ভারতীয় সেনার পোস্ট থেকে অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল ছোড়া হচ্ছে পাক সেনা ঘাঁটির উদ্দেশে। একটার পর একটা মিসাইল উড়ে গিয়ে গুড়িয়ে দিচ্ছে পাকিস্তানের বাঙ্কার। আর ঠিক তখনই আনন্দে, উল্লাসে ফেটে পড়ে এক সেনাকে বলতে শোনা যায়, ‘ট্যাঙ্কে লেগেছে, পড়ে গেছে, হ্যাঁ...হ্যাঁ, হিট হয়েছে.. একটা বাঙ্কার তো গেল’।

আরও পড়ুন: কেজরীকে লাই ডিটেক্টরে বসার চ্যালেঞ্জ কপিলের

১ মে কাশ্মীরের কৃষ্ণা ঘাটি সেক্টরে ঢুকে দুই জওয়ানের মুণ্ডচ্ছেদ করেছিল পাক সেনা। সভ্যতার সীমা ছাড়িয়ে যাওয়া এই হামলার তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। সেই ঘটনার রেশ এখনও চলছে। তার মধ্যেই এমন একটা ভিডিওয় সোশ্যাল মিডিয়া তোলপাড়।

দেখুন ভিডিও :

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement