National News

নিরীহ যুবককে গুলি করে মারল সেনা

পুলিশ জানিয়েছে, জঙ্গিরা ঘাঁটি গেড়ে রয়েছে খবর পেরে মায়ানমার সীমান্তের কাছে একটি গ্রামে বুধবার রাতে অভিযান চালায় ভারতীয় সেনা। সেনা মুখপাত্র সুনীত নিউটন জানান, অন্ধকারে এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে সেনা জওয়ানরা তাঁকে থামতে বলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১৫ জুন ২০১৭ ১৭:৫৮
Share:

প্রতীকী ছবি।

জঙ্গি সন্দেহে এক জন নিরীহ যুবককে গুলি করে মারল সেনা। অরুণাচলপ্রদেশের চাংলাং জেলার ঘটনা।

Advertisement

পুলিশ জানিয়েছে, জঙ্গিরা ঘাঁটি গেড়ে রয়েছে খবর পেরে মায়ানমার সীমান্তের কাছে একটি গ্রামে বুধবার রাতে অভিযান চালায় ভারতীয় সেনা। সেনা মুখপাত্র সুনীত নিউটন জানান, অন্ধকারে এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে সেনা জওয়ানরা তাঁকে থামতে বলেন। কিন্তু, ওই ব্যক্তি জওয়ানদের দিকে দৌড়ে এলে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। পরে জানা গিয়েছে, তিনি সাধারণ গ্রামবাসী। নাম থিংতু গেমু।

আরও পড়ুন

Advertisement

গবাদি পশু কেনাবেচায় কেন্দ্রীয় নির্দেশিকার ব্যাখ্যা তলব সুপ্রিম কোর্টের

অন্য দিকে, মণিপুরের উখরুল জেলায় কাসোম খুল্লেন এলাকায় ১৭ নম্বর আসাম রাইফেলস ব্যাটেলিয়নের টহলদার বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। এতে পাঁচ জন জওয়ান জখম হন। আহতদের কপ্টারে করে সেনা হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে এক সেনা জওয়ান হাসপাতালে মারা যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন