Indian Army

যান্ত্রিক ত্রুটিতে জম্মু-কাশ্মীরে দুর্ঘটনায় সেনার হেলিকপ্টার, নিহত ১ চালক

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাঝআকাশে হেলিকপ্টারটিতে যাত্রিক ত্রুটি দেখা যায়। এর পর তড়িঘড়ি অবতরণের সময় তা দুর্ঘটনার কবলে পড়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ ০৩:৩৩
Share:

প্রতীকী ছবি।

যান্ত্রিক ত্রুটির কারণে তড়িঘড়ি অবতরণের সময় দুর্ঘটনায় নিহত হলেন ভারতীয় সেনাবাহিনীর এক হেলিকপ্টারচালক। সোমবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় দুর্ঘটনার কবলে পড়ে ওই হেলিকপ্টারটি। হাসপাতালে নিহত হন এক চালক। গুরুতর আহত আর এক চালক সেনা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পঞ্জাবের পাঠানকোট শহর থেকে আসছিল অত্যাধুনিক প্রযুক্তি হাল্কা ওজনের সেনার হেলিকপ্টার ‘ধ্রুব’। কাঠুয়া জেলার লাখানপুরে দুর্ঘটনায় পড়ে তা। সে সময় কপ্টারটিতে দু’জন চালক ছিলেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাঝআকাশে হেলিকপ্টারটিতে যাত্রিক ত্রুটি দেখা যায়। এর পর তড়িঘড়ি অবতরণের সময় তা দুর্ঘটনার কবলে পড়ে।

Advertisement

কাঠুয়া জেলার সিনিয়র পুলিশ সুপার শৈলেন্দ্র মিশ্র জানিয়েছেন, দুর্ঘটনায় গুরুতর আহত দু’জন চালককে সেনা হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। এর পর হাসপাতালেই নিহত হন এক চালক। অন্য জনের চিকিৎসা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন