ছোটা রাজনের সঙ্গে দেখা করলেন ভারতীয় কূটনীতিক

আর গোপনে নয়। এ বার প্রকাশ্যেই এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে দেখা করলেন ‘মাফিয়া ডন’ ছোটা রাজন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৫ ১৭:২৭
Share:

আর গোপনে নয়। এ বার প্রকাশ্যেই এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে দেখা করলেন ‘মাফিয়া ডন’ ছোটা রাজন।

Advertisement

গ্রেফতারের পর বালিতে ইন্দোনেশীয় পুলিশ ছোটা রাজনকে যেখানে বন্দি করে রেখেছে, রবিবার সেখানে গিয়েই ‘মাফিয়া ডনে’র সঙ্গে দেখা করে আসেন ওই ভারতীয় কূটনীতিক। জাকার্তায় ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (কনসুলার) সঞ্জীব কুমার অগ্রবাল আজ প্রায় আধ ঘণ্টা কথা বলেন ছোটা রাজনের সঙ্গে। এক সময়ের দাউদ-সঙ্গীর সঙ্গে কথা বলতে এ দিন সকালেই জাকার্তা থেকে বালি উড়ে যান ওই ভারতীয় কূটনীতিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement