ভারতে তসলিমা আর ক’দিন, ভিসা সিদ্ধান্ত নিয়ে সংশয় শুরু

ভারতে থাকার মেয়াদ অনিশ্চিত হয়ে পড়ল বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের। ২০০৪ সাল থেকে তাঁকে এ দেশে থাকার জন্য প্রতি বছর ‘লং টার্ম এন্ট্রি ভিসা’ বা ‘এক্স ভিসা’ দেওয়া হয়ে এসেছে। বছরের শেষে এই ভিসার রিনিউয়ালও করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৪ ০২:৫৪
Share:

ভারতে থাকার মেয়াদ অনিশ্চিত হয়ে পড়ল বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের। ২০০৪ সাল থেকে তাঁকে এ দেশে থাকার জন্য প্রতি বছর ‘লং টার্ম এন্ট্রি ভিসা’ বা ‘এক্স ভিসা’ দেওয়া হয়ে এসেছে। বছরের শেষে এই ভিসার রিনিউয়ালও করা হয়েছে। তাঁর বর্তমান ‘লং টার্ম এন্ট্রি ভিসা’ শেষ হওয়ার কথা আগামী মাসের ১৭ তারিখ। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আজ ‘ফরেন রেজিস্ট্রেশন অফিস’-কে জানিয়ে দিয়েছে, এই প্রক্রিয়া স্থগিত রাখা হল। আগের সরকারের এই সিদ্ধান্ত পুনবির্বেচনা করা হচ্ছে। আপাতত তসলিমাকে দু’মাসের জন্য অস্থায়ী ভিসা দেওয়া হয়েছে।

Advertisement

অর্থাৎ যদি তাঁকে ‘লং টার্ম এন্ট্রি ভিসা’ না দেওয়া হয়, তবে ১০ অক্টোবর তাঁর ভারতে থাকার মেয়াদ শেষ। গোটা ঘটনার আকস্মিকতায় যথেষ্টই বিস্মিত লেখিকা। অগাস্টের ৮ থেকে ১০ তারিখ পর্যন্ত ওয়ার্ল্ড হিউম্যানিস্ট কংগ্রেসে বক্তৃতা দিতে অক্সফোর্ডে থাকবেন তিনি। পরিকল্পনা অনুযায়ী সেখান থেকে যাবেন সুইডেনে। সুইডেনে যাওয়ার কারণ, সেখানে এক বন্ধুর বাড়ি তাঁর বিপুল সংখ্যক বই এবং জিনিসপত্র রয়ে গিয়েছে। সেগুলি পাকাপাকি ভাবে দিল্লিতে নিয়ে আসার জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন তিনি। তসলিমা জানাচ্ছেন, “আমি বুঝতে পারছি না এখানে থাকার মেয়াদ আমার শেষ হয়ে যাচ্ছে কি না। মাত্র দু’মাসের ভিসা দেওয়া হয়েছে। যদি তাই হয়, তা হলে সুইডেন থেকে বইপত্র দিল্লিতে নিয়ে আসব কি না, সেটাও বুঝতে পারছি না।” বাংলাদেশে জঙ্গি মৌলবাদীরা তসলিমাকে হত্যার ফতোয়া দিয়েছে। বাংলাদেশ সরকারও আকারে ইঙ্গিতে বারে বারে বুঝিয়ে দিয়েছে সাহসী এই লেখিকা দেশে ফিরুন, তারা চায় না। কলকাতাতেও তসলিমার মাথার দাম ঘোষণা করে ফতোয়া দিয়েছে মৌলবাদীরা। তবে দিল্লিতে থাকাতে তাঁর সমস্যা হচ্ছিল না।

ভিসা না-দেওয়ার বিষয়টি অবশ্য স্পষ্ট করা হয়নি সরকার বা বিজেপির তরফ থেকে। দশ বছর ধরে চলে আসা এই প্রক্রিয়া হঠাৎ কেন খতিয়ে দেখতে চাওয়া হচ্ছে, সেটিও স্পষ্ট করা হয়নি। তসলিমা কট্টর মৌলবাদের বিরুদ্ধে লেখালেখি করে গিয়েছেন এবং মোল্লাতন্ত্রের বিরুদ্ধে তাঁর প্রকাশ্য জিহাদে আপাত ভাবে মোদী সরকারের অস্বস্তির কোনও কারণ থাকার কথা নয়। তবে বিরোধী শিবিরের বক্তব্য, নতুন সরকার তার সংখ্যালঘু-বিরোধী তকমা ঝেড়ে ফেলার জন্যও এই ধরনের পদক্ষেপ করে থাকতে পারে। এ ব্যাপারে সরকারি ভাবে তলসিমাকে এখনও কিছু জানানো হয়নি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন