ভিয়েতনামে ভারতীয় নৌঘাঁটি, টেনশনে চিন

পাকিস্তানের পাল্টা ভিয়েতনাম। গোয়াদরের পাল্টা না-ত্র্যাং। ভারতের জলভাগকে ঘিরে ফেলতে পাকিস্তানের গোয়াদরে বন্দর বানাচ্ছে চিন। চিনা বন্দর তৈরি হচ্ছে শ্রীলঙ্কাতেও। নয়াদিল্লিও ছেড়ে কথা বলতে নারাজ। তাই চিনকে পাল্টা ঘিরে ফেলার প্রস্তুতি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৫ ১৮:২৭
Share:

পাকিস্তানের পাল্টা ভিয়েতনাম। গোয়াদরের পাল্টা না-ত্র্যাং।

Advertisement

ভারতের জলভাগকে ঘিরে ফেলতে পাকিস্তানের গোয়াদরে বন্দর বানাচ্ছে চিন। চিনা বন্দর তৈরি হচ্ছে শ্রীলঙ্কাতেও। নয়াদিল্লিও ছেড়ে কথা বলতে নারাজ। তাই চিনকে পাল্টা ঘিরে ফেলার প্রস্তুতি। ভিয়েতনামে নৌঘাঁটি বানিয়ে ভারত মহাসাগর এবং চিন সাগরে এক সঙ্গে পাহারা বসানোর তোড়জোড় এখন জোরকদমে।

চিন পাকিস্তানে এবং শ্রীলঙ্কায় যে বন্দর বানাচ্ছে, তা বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি হচ্ছে বলে বেজিং-এর দাবি। আন্তর্জাতিক জলভাগে চিনা আগ্রাসনের অভিযোগ ওঠা নস্যাৎ করতেই বাণিজ্যিক উদ্দেশ্যে বন্দর তৈরির কথা প্রচার করছে চিন। আসলে ঐ বন্দরে চিনা নৌবহর সমরসজ্জা নিয়েই অপেক্ষা করবে। বলছে ওয়াকিবহাল মহল। ভারত কিন্তু চিনের মতো রাখঢাক করছে না। ভিয়েতনামে কোনও নতুন বন্দর বানাচ্ছে না ভারত। সে দেশেরই দক্ষিণণাংশের বন্দর না-ত্র্যাং-এ নয়াদিল্লি পাঠিয়ে দিয়েছে বিশাল নৌবহর। সূত্রের খবর, সেই নৌবহরে ফ্রিগেট, ডেস্ট্রয়ার, সাবমেরিন তো রয়েইছে। যোগ হয়েছে সুবিশাল এয়ারক্র্যাফট ক্যারিয়ারও। অর্থাৎ ভিয়েতনামের না-ত্র্যাং বন্দরে ভারতের তরফে পুরোদস্তুর রণসজ্জা সম্পন্ন।

Advertisement

না-ত্র্যাং বন্দর এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে, যেখানে ভারতীয় নৌসেনার ভারী মাত্রায় উপস্থিতি চিনের পক্ষে বেজায় অস্বস্তিকর। না-ত্র্যাং থেকে যেমন নজর রাখা যায় দক্ষিণ চিন সাগরের বিস্তীর্ণ এলাকায়, তেমনই ভারত মহাসাগরেও চালানো যায় নজরদারি। চিনের জাহাজ যে পথে ভারত মহাসাগরে প্রবেশ করে, সেই পথও এখন না-ত্র্যাং-এ ঘাঁটি গেড়ে থাকা ভারতীয় নৌবাহিনীর পাল্লার মধ্যে। বন্দর তৈরির দীর্ঘ প্রক্রিয়ায় না গিয়ে স্রেফ একটা চুক্তি করেই ভারত যেভাবে দ্রুত নৌঘাঁটি বানিয়ে ফেলল না-ত্র্যাং-এর মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে, তা চিনের টেনশন বেশ কয়েক গুণ বাড়িয়েছে।

ভিয়েতনামে ভারতীয় নৌঘাঁটি অবশ্য একেবারে নতুন নয়। চিন যখন থেকে পাকিস্তান আর শ্রীলঙ্কায় বন্দর বানানো শুরু করেছে, তার কিছু দিন পর থেকেই ভিয়েতনামে নৌঘাঁটি গড়ার প্রস্তুতি শুরু করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। দু’দেশের সরকারের মধ্যে হওয়া চুক্তির ভিত্তিতেই দক্ষিণ ভিয়েতনামের না-ত্র্যাং বন্দর ভারতীয় নৌবাহিনীর ঘাঁটির জন্য ছেড়ে দেয় হ্যানয়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, সেই নৌঘাঁটিতে এ বার রণসজ্জা বাড়াচ্ছে ভারত। দক্ষিণ চিন সাগরে জলসীমার দখল নিয়ে চিনের সঙ্গে আমেরিকা-ফিলিপিন্সের দ্বৈরথ যখন তুঙ্গে, ঠিক তখনই না-ত্র্যাং বন্দরে ভারতীয় নৌবহরের আকার বৃদ্ধি বিশেষ তাৎপর্যপূর্ণ। বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। কপালে ভাঁজ বাড়ছে শি চিনফিংদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন